নয়াদিল্লি: অল্পের জন্য মারাত্মক বিপদ এড়াল ইন্ডিগো-র একটি বিমান। শেষ মুহূর্তে জোরে ব্রেক কষলেন পাইলট। তাতে বিমানটি তীব্র ঝাঁকুনি খেলেও, প্রাণ বাঁচল ১৫১ জন যাত্রীর। ছুটতে ছুটতে রানওয়ে শেষ হয়ে এলেও আকাশে উড়তে পারছিল না বিমানটি। পাইলটের উপস্থিত বুদ্ধির জেরেই ভয়ঙ্কর বিপদ এড়ানো সম্ভব হল বলে জানা যাচ্ছে। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও বিমানে সওয়ার ছিলেন বলে খবর। (IndiGo Plane Fails to Takeoff)
শনিবার উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। সেই মতো সকাল ১১টা নাগাদ রানওয়ে ধরে ছুটতে শুরু করে। কিন্তু রানওয়ের দৈর্ঘ্য শেষ হতে চললেও কিছুতেই মাটি ছেড়ে আকাশে উড়তে পারছিল না বিমানটি। রানওয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হলে জোরে ব্রেক কষেন পাইলট। (Dimple Yadav)
ওই সময় বিমানের গতি যথেষ্ট বেশি ছিল। তাই বিমানটিকে দাঁড় করাতে এমার্জেন্সি ব্রেক কষেন পাইলট। ফলে তীব্র ঝাঁকুনি খেলেও, বিমানটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও, প্রাণরক্ষা হয় যাত্রীদের। কেউ আহত হয়েছেন বলেও খবর নেই এখনও পর্যন্ত। এর পর বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
ইন্ডিগোর ওই বিমানটিতে সওয়ার ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী, ডিম্পল যাদবও। সমাজবাদী পার্টির আর এক নেতা, সূর্য সিংহও বিমানে সওয়ার ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি আকাশে উড়তে পারেনি বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। IndiGo সূত্রে খবর, অন্য বিমানে চাপিয়ে যাত্রীদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়।
আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকে চলতি বছরে বার বার বিমানযাত্রায় বিপত্তি ঘটার খবর সামনে এসেছে। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। সেই আবহেই IndiG-র বিমানে এই বিপত্তির ঘটনা সামনে এল। চলতি মাসের শুরুতেই আবুধাবি যাওয়ার পথে IndiGo-র আর একটি বিমানে বিপত্তি ঘটে। তড়িঘড়ে কোচিতে নামাতে হয় বিমানটিতে। যান্ত্রিক ত্রুটির জেরেই সেই সময় বিপত্তি ঘটে বলে জানায় বিমান সংস্থা।
গত অগাস্ট মাসেও IndiGo-র একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মুম্বই বিমানবন্দরের রানওয়েতে Airbus A321-এর লেজ ঘষে যায়। ভারী বৃষ্টির মধ্যে অবতরণের সময় ওই বিপত্তি ঘটে। পরে আবারও অবতরণের চেষ্টা করে সফল হয় বিমানটি।