নয়াদিল্লি: পাকিস্তান আদৌ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকারী কি না, তা নিয়ে এবার প্রশ্ন তুলল ভারত। পহেলগাঁও হামলার পর ভারতও পাকিস্তানের মধ্যে সংঘাতপর্বে সবে থিতিয়ে এসেছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা হলেও, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত জোগানোর অভিযোগ থেকে একচুলও সরেনি ভারত। বরং আন্তর্জাতিক মহলে সেই নিয়ে চাপ তৈরির করা চেষ্টা চলছে। আর সেই আবহেই পাকিস্তানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। (Rajnath Singh)
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাদামি বাগে ছিলেন রাজনাথ। সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে গোটা বিশ্বকে বার্তা দেন। রাজনাথ বলেন, "অপারেশন সিঁদুরের সাফল্য পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি ও তাদের মদতকারীদের বুঝিয়ে দিয়েছে যে, তারা কোথাও নিরাপদ নয়। ওরা আমাদের সেনার নিশানায় রয়েছে। গোটা দুনিয়া জেনে গিয়েছে, আমাদের সেনার লক্ষ্য অব্যর্থ। একবার নিশানা করলে, গোনাগুনি চালিয়ে যেতে হবে শত্রুপক্ষকে।" (Pakistan Nuclear Weapons)
রাজনাথ আরও বলেন, "আজ সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান কতটা কঠোর, তা এতেই বোঝা যায় যে, আমরা ওদের পরমাণু ব্ল্যাকমেলের পরোয়া করি না। গোটা দুনিয়া দেখেছে, কতটা দায়িত্বজ্ঞানহীন ভাবে পাকিস্তান কতবার ভারতকে পরমাণু হুমকি দিয়েছে। আজ শ্রীনগরের মাটি থেকে আন্তর্জাতিক মহলের কাছে প্রশ্ন তুলতে চাই, এমন দায়িত্বজ্ঞানহীন, দুর্বৃত্ত দেশের হাতে পরমাণু অস্ত্র কি সুরক্ষিত? পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক সংস্থা International Atomic Energy Agency-র নজরদারির মধ্যে রাখা উচিত।"
রাজনাথের এই মন্তব্য় সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তাদের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করছে পাকিস্তান। ওঁর এই দায়িত্বজ্ঞানহীন মন্ত্যে নিরাপত্তাহীনতা ও হতাশাই ফুটে উঠছে। যে পরমাণু ব্ল্যাকমেলের কথা বলছ ওরা, তা নিজেরাই ডেকে এনেেছে। পরমাণু ও তেজস্ক্রিয় পদার্থ যেভাবে চুরি হচ্ছে ভারতে, তাতে IAEA-র উচিত ভারতের উপর নজর রাখা। গতবছর জুলাই মাসে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি যাওয়া রেডিও অ্যাকটিভ ডিভাইস দেহরাদূণ থেকে উদ্ধার হয়। পরে এক ব্যক্তির কাছ থেকে ১০০ মিলিয়ন ডলার মূল্যের ক্যালিফোর্নিয়ামও উদ্ধার হয়। ২০২১ সালেও ক্যালিফোর্নিয়াম চুরি যাওয়ার তিনটি ঘটনা সামনে আসে। এই ঘটনাগুলি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আর্জি জানাচ্ছে পাকিস্তান’।
ঘটনাচক্রে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবগে পরমাণু অস্ত্র নিয়ে নানা তথ্য উঠে আসছে সোশ্য়াল মিডিয়ায়, যার মধ্যে অধিকাংশই অপতথ্য। সেই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে IAEA-ও। আর সেই আবহেই ভারত এবং পাকিস্তান, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র পরস্পরের দিকে আঙুল তুলে চলেছে।