নয়াদিল্লি: নয়াদিল্লি: মাঝ সমুদ্রে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয় গেল আস্ত জাহাজ। প্রাণে বাঁচতে উত্তাল সমুদ্রেই ঝাঁপ দিলেন যাত্রীরা। ইন্দোনেশিয়া থেকে ভয়ঙ্কর সেই ভিডিও সামনে এসেছে। আগুনে ঝলসে মারা গিয়েছেন বেশ কয়েক জন যাত্রী। সাঁতরে কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন অনেকে। উদ্ধারকার্য শুরু হয়েছে। (Indonesia Ferry Accident)

রবিরা ইন্দোনেশিয়ার উত্তরের সুলাওয়েসি প্রদেশে এই ঘটনা ঘটেছে। তালাউদ এবং মানাদো দ্বীপের মাঝামাঝি জায়গায়, সমুদ্রে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ যাত্রী রওনা দিয়েছিল 'KM Barcelona VA' নামের ছোট ওই জাহাজটি। জাহাজে সওয়ার ছিলেন ২৮০ জন যাত্রী। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। যাঁরা সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৫০ জনকে উদ্ধার করেছে অন্য একটি জাহাজ। এখনও পর্যন্ত ১৩০ জন যাত্রীর কোনও খোঁজ নেই। (Indonesia Ferry Fire)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে আতঙ্কিত যাত্রীদের সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। পিছনে জাহাজটিকে আগুনের গ্রাসে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। এখনও পর্যন্ত ১৩০ জন যাত্রীর কোনও খোঁজ নেই। ফলে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিশ্চিত ভাবে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যাতে আবদুল রহমাদ আগু নামের এক ব্যক্তিকে দেখা গিয়েছে, যিনি একটি শিশুকে কোলে নিয়েই জাহাজ থেকে ঝাঁপ দেন। ফেসবুক লাইভে সাহায্য়ের আর্তি জানান তিনি। দাউ দাউ করে জ্বলতে থাকা জাহাজের ভিতরের কিছু দৃশ্যও সামনে এসেছে। যে টুকু যা বাঁচাতে পেরেছেন, তা নিয়েই জলে ঝাঁপিয়ে পড়েন অনেকে। 
 
মানাদো হার্বার মাস্টার এবং পোর্ট অথরিটি অফিসের তরফে উদ্ধারকার্য চালাতে তিনটি জাহাজ পাঠিয়েছে ঘটনাস্থলে। জলে উদ্ধারকার্য চলছে এই মুহূর্তে।
 
এই ভিডিওতে এমন দৃশ্য রয়েছে, যা কোনও দর্শককে বিব্রত করতে পারে। মানসিকভাবে দুর্বল দর্শকদের এই ভিডিও না দেখাই ভাল