নয়াদিল্লি: মাঝ আকাশে হঠাৎ নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান। যাত্রীসমেতই বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। অন্তর্দেশীয় বিমানটি ইয়োগাকার্তা থেকে মাকাসারা যাচ্ছিল। সেই সময় পার্বত্য অঞ্চলে বিমানটি নিখোঁজ হয়ে যায়। সেটির খোঁজ পেতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ চোখে পড়েছে বলে খবর। তাই বিমানটি সেখানে ভেঙে পডেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি ভাবে বিমান ভেঙে পড়ার খবর জানানো হয়নি এখনও পর্যন্ত। (Plane Missing in Indonesia)
ATR 42-500 টার্বোটপ বিমানটির পরিচালনা করে Indonesia Air Transport. ইয়োগাকার্তা থেকে সেটি দক্ষিণ সুলাওয়েইসির রাজধানী মাকাসারা যাচ্ছিল। দেশের পরিবহণ মন্ত্রকের মুখপাত্র Endah Purnama Sari জানিয়েছেন, বিমানে সওয়ার ছিলেন ১১ জন যাত্রী। শনিবার দুপুর ১টা বেজে ১৭ মিনিটে শেষ বার মারোস জেলার উপর, বুলুসারাউং ন্যাশনাল পার্কের কাছে বিমানটির অবস্থান জানা গিয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মাকাসারা বিমানবন্দরে নামার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে রুট নিয়ে নির্দেশিকাও যায় বিমানটির কাছে। তার পরই রেডার থেকে নিখোঁজ হয়ে যায় বিমানটি। (Plane Crash News)
Flightradar24 জানিয়েছে, ATR 42-500 বিমানটি ইন্দোনেশিয়া সরকারের সামুদ্রিক ও মৎস্যবিভাগই ব্যবহার করত। সাগরের উপর, বেশ নীচ দিয়েই উড়ে যাচ্ছিল বিমানটি। হঠাৎ পার্বত্য এলাকায় পৌঁছনোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে পাহাড়ের উপর ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। তাই বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা। তেমনটি ঘটে থাকলে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। মাউন্ট বুলু শৃঙ্গের কাছে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে খবর।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, শেষ লোকেশন ধরে তল্লাশি অভিযান শুরু হয়। একাধিক টিম নামানো হয় ওই এলাকায়।
গত কয়েক বছরে বার বার বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়া। গত বছর সেপ্টেম্বর মাসেই সেন্ট্রাল পাপুয়ায় একটি বিমান ভেঙে পড়ে। পরে মিমিকা রিজেন্সি থেকে উদ্ধার হয় ধ্বংসাবশেষ।
সবিস্তার আসছে