নয়া দিল্লি:  আজ রামনবমী (Ram Navami)। সারা দেশে পালন হচ্ছে এই উৎসব। সেই উদযাপনের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের (Madhyapradesh) ইন্দোরে (Indore)। আচমকাই মন্দিরের চাতাল ভেঙে গর্তে পড়ে যান মহিলা-শিশুসহ ২০ জন। ঘটনার পর পরই উদ্ধারকারী দল এসে উদ্ধারকার্য চালান। ১০ জনকে উদ্ধার করা গেলেও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 


জানা গিয়েছে, মন্দিরের ভিতরে উপাসকরা দাঁড়িয়ে থাকা অবস্থায় কূপের আবরণ ভেঙে পড়ে। কূপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কূপের ওপর প্রায় অনেকজন দাঁড়িয়ে ছিলেন। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছয়নি।






যদিও, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করতে বলেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, যে তারা ইন্দোর জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। চৌহান বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।                                                                                


প্রত্যক্ষদর্শীদের মতে, যজ্ঞ চলাকালীন এই ঘটনা ঘটে। ২৫ জনেরও বেশি লোক কুয়োর বারান্দায় বসে ছিল। এরপর অতিরিক্ত ওজনের কারণে এর ছাদ ভেঙে লোকজন নীচে পড়ে যায়। কালেক্টর, পুলিশ কমিশনার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের কালেক্টর এবং কমিশনারের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দেন।                            


কর্পোরেশনের আধিকারিকদের মতে, কুয়োটি ৪০ ফুট গভীর, সেখানে একটি লোহার জাল ছিল। এর প্রস্থ একটি ঘরের সমান। লোহার জালের উপর স্ল্যাব বসিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। যজ্ঞের সময় কুয়োর ছাদে বেশি লোক থাকার কারণে জাল ভেঙে দুর্ঘটনা ঘটে।