Madurai: মানুষের মনে এখনও সততা রয়েছে, রয়েছে মূল্যবোধের গভীর শিক্ষাও; আবারও একবার প্রমাণ করে দিলেন মাদুরাইয়ের এক অটোচালক। অটোতে এক যাত্রী ফেলে গিয়েছিলেন ১৫টি সোনার কয়েন, নিজের দায়িত্বে সেই যাত্রীর (Madurai News) বাড়িতে গিয়ে কয়েনগুলি ফিরিয়ে দেন অটোচালক। অনেকেই বলে থাকেন অটোতে, ক্যাবে ফেলে যাওয়া জিনিস আর ফেরত পাওয়া যায় না। কিন্তু এখানে অটোচালক নিজেই ফেরত দিয়েছেন (Auto Driver) সেই বহুমূল্য জিনিস। একটা–দুটো নয়, ১৫টি সোনার কয়েন ফেলে গিয়েছিলেন এক যাত্রী আর সেটা ফেরত দিয়েছেন এই অটোচালক নাগেন্দ্রন। সততার উজ্জ্বল দৃষ্টান্ত বলা চলে।
৫২ বছর বয়সী অটোচালক নাগেন্দ্রনকে সম্মাননা জানিয়েছেন মাদুরাই সিটি কমিশনার অফ পুলিশ জে লোগনাথন। ১৫টি সোনার কয়েন ভর্তি একটি ব্যাগ যথাযথভাবে যাত্রীকে ফেরত দেওয়ার জন্য নাগেন্দ্রনের ভূয়সী প্রশংসা করেছেন লোগনাথন। সোমবার এক যাত্রী তাঁর অটোতে এই সোনার কয়েনগুলি ফেলে গিয়েছিলেন।
পুলিশসূত্রে জানা গিয়েছে, থাভিট্টু সান্টাই এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সী শ্রাবণকুমার গত রবিবার টেপ্পাকুলাম এলাকায় যাওয়ার জন্য নাগেন্দ্রনের অটোতে চাপেন। অটো থেকে নামার পরে তিনি বুঝতে পারেন যে অন্যমনস্ক থাকার কারণে অটোতেই তিনি তাঁর সোনার কয়েন ভর্তি ব্যাগ এবং তাঁর নিজের মোবাইল ফোন ফেলে এসেছেন। তিনি সত্বর পৌঁছে যান টেপ্পাকুলাম থানায়, একটি অভিযোগ দায়ের করেন।
সেই সময়েই সেই অটোচালক কোচাদাই থেকে আসার পথে লক্ষ্য করেন তাঁর অটোতে একটি ব্যাগ রয়েছে। তিনি সেই সময়য় অটো নিয়ে ছুটে আসেন মহল এলাকায়, যেখান থেকে তিনি সেই যাত্রীটিকে নামিয়েছিলেন। তাঁর অপেক্ষা করতে লাগলেন নাগেন্দ্রন যাতে তাঁর হাতে সেই ব্যাগ তুলে দিতে পারেন। আর এর মধ্যেই নাগেন্দ্রনের খোঁজ পেয়ে যায় পুলিশ। তাঁর মোবাইল নম্বরে ফোন আসে পুলিশের, আর সেই সময়েই ফোনে নাগেন্দ্রন জানান যে ব্যাগটি তাঁর কাছেই আছে এবং তিনি তা ফেরত দিতে টেপ্পাকুলামে আসছেন।
পুলিশ কমিশনার অটোচালকের এই সততার পরিচয়ে অত্যন্ত প্রশংসা করেন নাগেন্দ্রনের এবং তাঁকে নগদ ১ হাজার টাকা পুরস্কারও তুলে দেন। গত বছর বেঙ্গালুরুতে একইভাবে একজন সামান্য অটোরিকশা চালক যাত্রীর ফেলে যাওয়া সোনার চেন ফিরিয়ে দিয়েছিলেন। গিরিশ নামের সেই অটোচালক যাত্রীর বাড়ি খুঁজে খুঁজে গিয়ে তাঁর হাতে সোনার চেন দিয়ে এসেছিলেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল।