ভক্তদের দেওয়া পুজোর দুধ বাঁচিয়ে রাস্তার কুকুরদের খাওয়াচ্ছে মন্দির!

অভুক্ত কুকুরদের জন্য মন্দিরের এই উদ্যোগ দেখে মুগ্ধ মানুষ। মুম্বইয়ের এক মন্দিরের সামনে তোলা ভিডিয়োটি আদর্শ হিসেবে বর্ণনা করে সকলে শেয়ার করছেন।

Continues below advertisement
মুম্বই: একটি ভিডিও সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে। সকলের মোবাইলে হাতে হাতে ঘুরছে। সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণ শেয়ার হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে ,একটি মন্দিরের বাইরে দল বেঁধে দাঁড়িয়ে দুধ খাচ্ছে অনেকগুলো পথ-কুকুর। ব্যাপারটা কী? জানা যাচ্ছে, মন্দিরে যাঁরা পুজো দিতে আসেন, তাঁরা শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন। বেশিরভাগ সময়েই দুধের একটা বড় অংশ নষ্ট হয়। নালিপথে বেরিয়ে যায়। কিন্তু মন্দিরের উদ্যোগে ভক্তদের নিয়ে আসা সেই দুধের কিছুটা ভগবানের পায়ে ঢালা হচ্ছে আর বাকিটা জমিয়ে রাখা হচ্ছে অন্য পাত্রে। আর সেই জমানো দুধই বড় বড় ট্রেতে ঢেলে রাস্তার কুকুরদের খেতে দেওয়া হয়। অভুক্ত কুকুরদের জন্য মন্দিরের এই উদ্যোগ দেখে মুগ্ধ মানুষ। মুম্বইয়ের এক মন্দিরের সামনে তোলা ভিডিয়োটি আদর্শ হিসেবে বর্ণনা করে সকলে শেয়ার করছেন।
"অ্যানিম্যাল ম্যাটার টু মি মুম্বই' নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়। ক্রমে এই ভিডিও শেয়ার হয় ৫২ হাজারেরও বেশি বার। লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এই ভিডিও। সকলেরই বক্তব্য, দেশের সব মন্দিরেই দুধ নষ্ট না করে, এভাবে অভুক্তদের খাইয়ে দেওয়া উচিত। তবে দুধ বা দুগ্ধজাত কোনও কিছুই কুকুরদের জন্য ভাল নয়। অনেকেই বলেছেন, দুধ থেকে কুকুরের পেটে নানা রকম সমস্যা তৈরি হয়। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রোজ এত দুধ খাওয়া কুকুরের শরীরের জন্য ঠিক নয়। কিন্তু কিছু না খেয়ে থাকার থেকে তারা যা হোক কিছু খেতে পাচ্ছে দেখেই মানুষ খুশি। এই মন্দিরের কাজ দেখে প্রশংসায় ভরিয়েছেন সকলে।জীবসেবার মধ্যে দিয়ে শিব-সেবাকে খুঁজে পাচ্ছেন সকলে।
Continues below advertisement
Sponsored Links by Taboola