International Mother Language Day LIVE: বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদযাত্রা, শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য

International Mother Language Day 2021 LIVE Updates: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটির উদযাপন। ভাষা ও বহুভাষাবাদ একাত্মবোধ জাগ্রত করতে পারে এবং কেউ পিছিয়ে থাকবে না, এমন দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যই স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Feb 2021 07:57 AM
International Mother Language Day LIVE: ক্যানিংয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় শহিদ বেদিতে মালা দিয়ে, প্রদীপ জ্বালিয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। 

International Mother Language Day LIVE: কোচবিহারে সিপিএমের শিক্ষক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিলে

কোচবিহারে সিপিএমের শিক্ষক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

International Mother Language Day LIVE:বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। সেজে উঠেছে বাংলাদেশ ভবন। তৈরি করা হয়েছে শহিদ বেদি। রাস্তা জুড়ে দেওয়া হয়েছে আলপনা। এদিন সকালে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে পদযাত্রায় সামিল হন পড়ুয়ারা৷ ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ বিশ্বভারতীর আধিকারিক, অধ্যাপক, অধ্যাপিকারা৷ বাংলাদেশ ভবনে এসে শেষ হয় বৈতালিক। সেখানে শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। 

International Mother Language Day LIVE:অমর একুশে

বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয় প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃত্ব।

প্রেক্ষাপট


কলকাতা: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষাবাদের প্রসারের লক্ষ্যেই এই দিনটির উদযাপন। ভাষা ও বহুভাষাবাদ একাত্মবোধ জাগ্রত করতে পারে এবং কেউ পিছিয়ে থাকবে না, এমন দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যই স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। 
সাংস্কৃতিক বৈচিত্র ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যের ক্ষেত্রে এই দিনটির তাৎপর্য অপরিসীম বলে সচেতনতা ক্রমশই বাড়ছে। সেইসঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রসার ও সবার জন্য শিক্ষার লক্ষ্য অর্জনের বার্তাও জড়িয়ে এই দিনটির সঙ্গে। 
২০২১-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সমাজ ও শিক্ষার একাত্মকরণের জন্য বহুভাষাবাদের প্রসার। 
কোভিড ১৯ অতিমারিজনিত পরিস্থিতিতে বহুভাষা শিক্ষা ও শিক্ষায় একাত্মকরণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূত্রপাত বাংলাদেশে। ১৯৯৯-এর ইউনেস্কো-র সাধারণ সম্মেলনে তা অনুমোদিত হয় এবং ২০০০ থেকে তা সারা বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে। 
২০০৭-এর ১৬ মে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়  গৃহীত প্রস্তাবে সদস্য দেশগুলিকে সারা বিশ্ব মানুষ যে ভাষাগুলি ব্যবহার করেন, সেগুলির সংরক্ষণ ও নিরাপত্তা প্রদানের আর্জি জানানো হয়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.