উত্তরপ্রদেশ: ইলেকট্রিক তারে পুড়ে গিয়েছিল দুই হাত। এক লহমায় পাল্টে যায় জীবন। বাদ যায় দুই হাত। শুরু হয় বেঁচে থাকার লড়াই। উত্তরপ্রদেশের প্রগতির কাহিনি অনুপ্রেরণা জোগাবে।


সাল ২০১০, ইলেকট্রিক তার পুড়ে গিয়েছিল উত্তরপ্রদেশের প্রগতির দুই হাত। বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন প্রগতি তবু ভেঙে পড়েননি। নতুন বেঁচে থাকার গান গাইতে শুরু করেন। বিশেষ ক্ষমতা বলেই ছাত্রদের পড়ান তিনি। আর এইভাবে রোজগারের পথও খুঁজে পেয়েছেন প্রগতি। শুধু নিজেই রোজগার করাই নয়, একইসঙ্গে নিজের লেখাপড়ার প্রতিও সমান মনযোগী তিনি। ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রগতির কথায়, আমি ছাত্রদের পড়িয়েই নিজের খরচ চালাই। ব্যাঙ্কে চাকরি করার খুব ইচ্ছে। তাই সেটার জন্যও প্রস্তুতিও নিচ্ছি।


আজ, আন্তর্জাতিক নারী দিবস। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের কৃতিত্ব অনেক। এমনকি শুধু পারিবারিক জীবনই নয়, কর্মক্ষেত্রেও তাঁর অবদানের শেষ নেই। আর তাঁদের শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিন। নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 



প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সাফল্য নিয়ে দেশ গর্বিত। দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ সরকারের কাছে সম্মানের বিষয়। প্রধানমন্ত্রীর ট্যুইট, আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অদম্য নারীশক্তিকে কুর্ণিশ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ আমাদের সরকারের কাছে সম্মানের বিষয়। 


রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমস্ত সহ নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের দেশের মহিলারা নজির গড়ছেন, কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী ও পুরুষের ভেদাভেদ ও লিঙ্গ সমতার আদর্শ প্রসারের সংকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।