শ্রীনগর: বৃহস্পতিবার সন্ধ্যায় দুদিনের সফরে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেখানে দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি শুক্রবার সকালে ১০তম আন্তর্জাতিক যোগ দিবসের (10th International Yoga Day) অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে গেলেন নরেন্দ্র মোদি।


শ্রীনগরের উদ্দেশে রওনা দেওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "শ্রীনগরের উদ্দেশে রওনা দিলাম। ওখানে দুটি অনুষ্ঠানে যোগ দেব আমি। আজকে সন্ধ্যায় 'এমপাওয়ারিং ইউথ, ট্রান্সফর্মিং জম্মু ও কাশ্মীর' অনুষ্ঠানে যোগ দেব। যার লক্ষ্য হচ্ছে যুব সম্প্রদায়ের উন্নয়ন। ওই অনুষ্ঠানে দেড় হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরিকাঠামো, জল সরবরাহ, শিক্ষা এবং আরও কিছু প্রকল্প রয়েছে। আর আগামীকাল সকালে আমি শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেব।" 


সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। ওই প্রকল্পগুলির মূল্য দেড় হাজার কোটি টাকার বেশি। তার পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরে কৃষি ও সেই সংক্রান্ত এক হাজার ৮০০ কোটির প্রকল্প শুরু করবেন।


প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জুন সকাল সাড়ে ৬টার সময় প্রধানমন্ত্রী শ্রীনগরের ডাল লেকের তীরে অবস্থিত এসকেআইসিসিতে আয়োজিত ১০তম যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর সেখানে উপস্থিত মানুষের সামনে বক্তব্য রাখবেন। পরে তিনি যোগ দেবেন সিওয়াইপি যোগ সেশনে।


সরকারি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দুদিনের কাশ্মীর সফরের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। শ্রীনগরে অবস্থিত বিখ্যাত ডাল লেকের তীরে তিনি যে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে ৭ হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন। তাঁদের প্রধানমন্ত্রী যে আসনগুলি করবেন তাতে অংশ নেওয়ার জন্য গত তিনদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শ্রীনগর শহরে প্রধানমন্ত্রীর সফর যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্য নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছেন। যেখানে যোগ দিবসের অনুষ্ঠান হবে সেই এসকেআইসিসিতে যাওয়ার সমস্ত রাস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য মঙ্গলবারের মধ্যে ওই এলাকাটি পরিষ্কার করার পাশাপাশি সমস্ত আধিকারিক ও প্রতিযোগীদের বিষয়ে সমস্ত তথ্য নিয়ে নেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sheikh Hasina: নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২ দিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা