নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) আমন্ত্রণে শুক্রবার দুদিনের জন্য ভারত (India) সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina)। পুরনো চুক্তিগুলি আরও দৃঢ় করার পাশাপাশি একাধিক নতুন বিষয়ে দু-দেশ একে অপরকে কীভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Exam Paper Leaks: NEET-NET-SSC, শুরু এখানেই নয়, একাধিক বড় শিক্ষা-দুর্নীতির সাক্ষী থেকেছে দেশ
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার পর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রথম এই দেশে আসছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা বাংলাদেশ বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিস্তারিত কিছু জানানো হয়েনি। তবে মনে করা হচ্ছে তিস্তা চুক্তি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে দু-দেশের মধ্যে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১-২২ জুন ভারত সফরে আসছেন। ১৮তম লোকসভা নির্বাচনে জিতে নতুন সরকার গঠন হওয়ার পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে আসছেন কোনও দেশের প্রধানমন্ত্রী।
ভারতে সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও দেখা করবেন। বিদেশমন্ত্রী জয়শঙ্করও বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে।
গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা আন্তর্জাতিক নেতৃত্বের মধ্যেও ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rahul Gandhi: ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন, পরীক্ষার অনিয়ম আটকাতে পারছেন না মোদি? প্রশ্ন রাহুলের