বিষয়টা কী? করোনা মহামারীতে অক্লান্ত লড়াই চালিয়ে যাওয়া ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্যকর্মীদের জন্য ৩৩ মিলিয়ন পাউন্ড অর্থ তুলে দিয়েছেন ১০০ বছর বয়সি ক্যাপ্টেন টম মুর। আর তাঁকে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে নাইটহুড দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রয়্যাল ফ্যামিলির তরফে ট্যুইট করে বলা হয়েছে, ‘উঠুন, ক্যাপ্টেন স্যার টমাস মুর। আজ উইন্সডর ক্যাসলে আপনাকে নাইটহুড অর্পণ করবেন স্বয়ং রানি!’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশের হয়ে লড়েন ক্যাপ্টেন মুর। চলতি বছরের এপ্রিলে তিনি ১০০ বছরে পা দিয়েছেন। করোনা মহামারীতে অতুলনীয় লড়াইয়ের জন্য দক্ষিণ-পূর্ব ইংলন্ডে বেডফোর্ডশায়ারে নিজের বাড়ির প্রকান্ড বাগানে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস)-এর স্বাস্থ্যকর্মীদের হাতে ৩৩ মিলিয়ন পাউন্ড তুলে দেন তিনি।
শতায়ু হয়েও ক্যাপ্টেন মুরের লড়াইকে স্বীকৃতি জানানোর এই অদম্য উৎসাহ দেখে অভিভূত হয়ে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নিজে রানিকে অনুরোধ করেন ক্যাপ্টেনকে সম্মান জানানোর জন্য। বরিস বলেছেন, ক্যাপ্টেন মুর ব্রিটিশ জাতির কাছে অনুপ্রেরণাস্বরূপ একজন মানুষ।