ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন ১০৩ বছরের মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2020 07:13 PM (IST)
৯১ বছর বয়সি অন্য এক মহিলাও সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।
তেহরান: ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেন ১০৩ বছরের এক মহিলা। তিনি এক সপ্তাহ ধরে সেমনান শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কেরমান শহরের ৯১ বছর বয়সি অন্য এক মহিলাও সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমকে সেমনান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রধান নাভিদ দানায়ি জানিয়েছেন, ১০৩ বছরের ওই মহিলার এখন আর কোনও সমস্যা নেই। ৯১ বছর বয়সি ওই মহিলার উচ্চ রক্তচাপ ও অ্যাজমার সমস্যা ছিল। তিনি সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই দুই মহিলার চিকিৎসা কীভাবে হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি। ইরানে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,৩৬১ জন। মৃতের সংখ্যা ১,১৩৫। সেরে উঠেছেন ৫,৩৮৯ জন। চিন, ইতালির পাশাপাশি ইরানেও করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৮০ বছরের উর্ধ্বে যাঁদের বয়স, করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাঁদের মৃত্যুর হার ২১.৯ শতাংশ। তবে ইরানে দুই বয়স্ক মহিলা সেরে ওঠায় আশার আলো দেখা যাচ্ছে।