মাদ্রিদ: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করলেন স্পেনের ১১৩ বছর বয়সি এক মহিলা। তিনিই সম্ভবত স্পেনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিনি একটি বৃদ্ধাবাসে থাকেন। সেখানকার কয়েকজন বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেও, এই বৃদ্ধা সুস্থ হয়ে উঠেছেন।

এই বৃদ্ধার নাম মারিয়া ব্রানিয়াস। স্পেনের পূর্বপ্রান্তের শহর অলোটে মারিয়া ডেল তুরা কেয়ার হোমে তিনি গত ২০ বছর ধরে থাকেন। গত মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের ঘরেই কয়েক সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন। ওই হোমের একজন কর্মী তাঁর দেখভাল করছিলেন। তাঁর সেবাতেই সুস্থ হয়ে উঠেছেন মারিয়া।

ওই হোমের এক মুখপাত্র জানিয়েছেন, ‘মারিয়া সুস্থ হয়ে উঠেছেন। তাঁর শরীর এখন ভাল। গত সপ্তাহে তাঁর ফের করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তাঁর শ্বাসকষ্ট ছিল। এছাড়া করোনার উপসর্গ আর বিশেষ কিছু ছিল না।’

মারিয়ার মেয়ে রোজা মোরেত জানিয়েছেন, ‘আমার মা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি কথা বলতে চাইছেন, নিজের অসুখ সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে ফিরে পেয়েছেন। মা জানিয়েছেন, হোমের যে কর্মী তাঁর সেবা করছিলেন, তিনি অত্যন্ত উপকারী ব্যক্তি। তাঁর সেবাতেই মা জীবন ফিরে পেয়েছেন।’

১৯০৭ সালের ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে জন্ম হয় মারিয়ার। তাঁর বাবা স্পেনের নাগরিক হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় পরিবারের লোকজনের সঙ্গে নৌকায় চড়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্পেনে চলে আসেন মারিয়া। তিনি ১৯১৮-১৯ সালে স্প্যানিশ ফ্লু, ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলা স্পেনের গৃহযুদ্ধের সাক্ষী। এবার করোনাও তাঁর কিছু করতে পারল না। শতায়ু এই মহিলা এখন স্পেনে বিখ্যাত হয়ে উঠেছেন।