এই দুই শিশুকে ধন্যবাদ জানিয়ে ভিয়েতনামের ব্রিটিশ রাষ্ট্রদূত গ্যারেথ ওয়ার্ড লিখেছেন, ‘তোমরা এত ছোটবয়সে সারা পৃথিবীর কথা ভাবো দেখে আমি খুব খুশি হয়েছি। তোমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছো। তোমাদের এই উপহার ব্রিটেনের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে অর্থবহ। তোমাদের মতো সবাই যদি এই লড়াইয়ে সামিল হন, তাহলে আমরা করোনা ভাইরাসকে হারাতে পারব।’ উপহার পাওয়া অর্থ বাঁচিয়ে ২০ হাজার মাস্ক তৈরি করে ব্রিটেনে পাঠাল ভিয়েতনামের দুই শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2020 04:15 PM (IST)
ওই দুই শিশুর নাম ত্রুওং লিন হান ও ত্রুওং চাও খোই। তারা হ্যানয়ের ব্রিটিশ দূতাবাসে মাস্ক জমা দেয়। দূতাবাস কর্তৃপক্ষ মাস্কগুলি ব্রিটেনে পাঠিয়ে দিয়েছে।
ছবি সৌজন্যে ট্যুইটার
হ্যানয়: ভিয়েতনামের রীতি অনুযায়ী, নববর্ষে লাল খামে শিশুদের অর্থ দেওয়া হয়। সৌভাগ্য ও আশার প্রতীক হিসেবে এই অর্থ দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সব শিশুই সেই অর্থ পেয়েছে। তবে তারই মধ্যে থেকে দু’টি শিশু নিজেদের কথা না ভেবে সেই অর্থ দিয়ে ২০ হাজার মাস্ক তৈরি করে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেছে। ওই দুই শিশুর নাম ত্রুওং লিন হান ও ত্রুওং চাও খোই। তারা হ্যানয়ের ব্রিটিশ দূতাবাসে মাস্ক জমা দেয়। দূতাবাস কর্তৃপক্ষ মাস্কগুলি ব্রিটেনে পাঠিয়ে দিয়েছে।