বেজিং: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের জনসংযোগ বিভাগ বলে কটাক্ষ করুন না কেন, তাতে অবস্থানে কোনও বদল হচ্ছে না। করোনা ভাইরাস মোকাবিলায় ফের চিনের উচ্ছ্বসিত প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখান থেকে করোনা ছড়িয়ে পড়েছে, সেই উহান শহরকে যেভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে, তা অন্য দেশগুলির শেখা উচিত বলেও দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ট্রাম্পের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জিত হওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের হয়ে কাজ করছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। তাঁর অভিযোগ, উহানের ল্যাব থেকেই করোনা ছড়িয়ে পড়েছে। করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে তদন্তও শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সাহায্যও বন্ধ করে দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি করোনা সংক্রমণের জন্য চিনকে দায়ী করেছে। যদিও চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়াক দেওয়া সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক মারিয়া ভ্যান কেরখোভের দাবি, ‘করোনা মোকাবিলায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে চিন। উহানে আর কোনও করোনা আক্রান্ত নেই। এটা খুব ভাল খবর। এই কৃতিত্বের জন্য অভিনন্দন। চিনের থেকে শিক্ষা নিয়েছে সারা বিশ্ব। উহান থেকেও শিক্ষা নিতে হবে।’
উহানে যেভাবে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়েছে সেটা সব দেশের কাছেই শিক্ষণীয়, দাবি হু কর্তার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2020 04:26 PM (IST)
ট্রাম্পের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জিত হওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের হয়ে কাজ করছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের।
A woman cleans a boy's face shield worn on top of face masks as they wait at Hankou Railway Station in Wuhan, to board one of the first trains leaving the city in China's central Hubei province early on April 8, 2020. - Chinese authorities lifted a more than two-month ban on outbound travel from the city where the global pandemic first emerged. (Photo by Hector RETAMAL / AFP)
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -