বেজিং: করোনা ভাইরাসের মধ্যেই চিনে এবার নয়া আতঙ্ক। উত্তর-পশ্চিম চিনে ব্যাকটেরিয়াজনিত রোগ ব্রুসেলোসিসে আক্রান্ত হলেন কয়েক হাজার মানুষ। গত বছর একটি বায়োফার্মাকিউটিক্যাল সংস্থার কারখানা থেকেই দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়ে এই ব্যাকটেরিয়া। তার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ।

চিনের গানসু প্রদেশের রাজধানী ল্যানঝাউয়ের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩,২৪৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। কোনও পশুর দেহ থেকেই ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। ব্রুসেলোসিসের ফলে পুরুষদের গোপনাঙ্গে সমস্যা তৈরি হচ্ছে। এমনকী, অনেক পুরুষ বন্ধ্যাও হয়ে যাচ্ছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আধিকারিকরা জানিয়েছেন, ব্রুসেলা ব্যাকটেরিয়ার ফলে যে রোগ ছড়ায়, তা ‘মাল্টা ফিভার’ বা ‘মেডিটারানিয়ান ফিভার’ নামেও পরিচিত। এই রোগের ফলে মাথা যন্ত্রণা, পেশীতে যন্ত্রণা, জ্বর ও ক্লান্তি হয়। বাত বা নির্দিষ্ট কিছু অঙ্গ ফুলে যাওয়ার মতো এই রোগের কিছু উপসর্গ সারাজীবন থেকে যেতে পারে।

তবে আশার কথা হল, একজন মানুষের শরীর থেকে সরাসরি অন্য একজনের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। বিষাক্ত খাবার খেলে বা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করলে তবেই এই রোগ হতে পারে।