বরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ইউক্রেন এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের যাত্রী নিরাপত্তা বিধি না মানায় ওই যাত্রীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এমনকী, ওই মহিলার কাছ থেকে মোটা অঙ্কের জরিমানাও দাবি করেছে বিমান সংস্থাটি। একইসঙ্গে ওই যাত্রী কেন এমন করলেন, সে বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চায় বিমানবন্দর কর্তৃপক্ষ। অত্যধিক গরম লাগার ফলেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে সাফাই দিলেও, তাতে সন্তুষ্ট নয় বিমানবন্দর বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। কোনও নেশা করে বিমানে ওঠার ফলে এমন কাণ্ড ঘটিয়েছেন কিনা, তা জানতে পরীক্ষা করা হয়েছে ওই যাত্রীর। সেই পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ। ভিডিওতে দেখুন, জরুরি প্রস্থানের দরজা দিয়ে বেরিয়ে এলেন মহিলা যাত্রী, কালো তালিকাভুক্ত করল বিমান সংস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Sep 2020 06:46 PM (IST)
অত্যধিক গরম লাগার ফলেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে সাফাই দিলেও, তাতে সন্তুষ্ট নয় বিমানবন্দর বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ফাইল ছবি
কিয়েভ: প্রচণ্ড গরম। আর সহ্য করতে পারছিলেন না। তাই নির্দিষ্ট দরজা দিয়ে না নেমে, বিমানের জরুরি প্রস্থানের দরজা খুলে বেরিয়ে এলেন এক মহিলা। ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের বরিস্পিল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই ঘটনা ঘটেছে। এর জেরে কালো তালিকাভুক্ত করা হয়েছে ওই যাত্রীকে। বোয়িং ৭৩৭-৮৬ এন বিমানে দুই সন্তানকে নিয়ে তুরস্ক থেকে কিয়েভ আসছিলেন মধ্যবয়সি ওই মহিলা। তাঁর সহযাত্রী ল্যাডবাইবেলের কথায়, ‘তখন কিভেয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছুঁয়েছে বিমান। বেশিরভাগ যাত্রীই নেমে এসেছেন। বিমানের দরজা দিয়ে বেরিয়ে এসেছে ওই মহিলার দুই সন্তানও। আচমকাই সটান হেঁটে বিমানের ডানার দিকে পৌঁছে যান ওই মহিলা। এমারজেন্সি এগজিট গেট খুলে বেরিয়ে আসেন।’ মাকে ওই ভাবে বেরিয়ে আসতে দেখে বিস্ময় প্রকাশ করে তাঁর দুই সন্তানই। এই ঘটনার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানেও দেখা যায় নির্লিপ্ত ভঙ্গিমায় বিমানের জরুরি প্রস্থানের দরজা দিয়ে বেরিয়ে আসছেন তিনি।