কাবুল: রক্তাক্ত শিক্ষাঙ্গন। বইমেলা উদ্বোধনের বদলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ভরল লাশের স্তূপে। ঘটনাস্থল কাবুল বিশ্ববিদ্যালয়।

সোমবার সকালে কাবুল বিশ্ববিদ্যালয়ের পূর্ব প্রান্তে অতর্কিতে হানা দেয় তিন বন্দুকবাজ। তখন ছাত্রছাত্রীরা ব্যস্ত বইমেলার আসর সাজানোর কাজে। সেখানে পৌঁছেই এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে তারা। চোখের সামনে বন্ধুদের মাটিতে লুটিয়ে পড়তে দেখে উদভ্রান্তের মতো দৌড় শুরু করেন পড়ুয়ারা। যদিও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছোয় সেনা। ঘণ্টা পাঁচেকের গুলির লড়াই শেষে তারা খতম করে তিন বন্দুকবাজকেই। যদিও হামলার জেরে প্রাণ হারিয়ে ২৫ জন। আহত হয়েছেন অন্ত ৪০ জন।



বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ শামিম জানান, অত্যাধুনিক কালাসনিকভ নিয়ে হামলা চালিয়েছে এদেশের সবথেকে পুরোনো শিক্ষা প্রতিষ্ঠানে। হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তালিবানের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয় তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। কিন্তু আফগানিস্তানের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ে এরকম হামলার ঘটনায় ফের একবার ব্যাহত হবে সেদেশের শান্তি প্রক্রিয়া।

দীর্ঘদিন ধরে অশান্তির মেঘ বাঁচিয়ে দিনযাপন আফগানদের। গতমাসেও উগ্রপন্থী এক সংগঠন হামলা চালিয়েছিল আফগানিস্তানের এক স্কুলে। এদিকে, গত ফেব্রুয়ারীতে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের জন্য শান্তিচুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে।