জেরুজালেম: হলিউডি একাধিক সিনেমার চিত্রনাট্য কী বাস্তব! বিষয়টা অবাস্তব মনে হলেও যে চাঞ্চল্যকর দাবি সামনে উঠে এসেছে, তার পর এমনটা মনে হতেই পারে।
ইজরায়েলের প্রাক্তন স্পেস সিকিউরিটি প্রধান দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল দুই দেশেরই বহু বছর ধরে যোগাযোগ রয়েছে গ্যালাকটিস ফেডারেশনের সঙ্গে! প্রফেসর হাইম এসেদের দাবি, এলিয়েনদের সঙ্গে যোগাযোগ রয়েছে দুই দেশের।
প্রায় ৩০ বছর ধরে ইজরায়েলের স্পেস সিকিউটিরি প্রধান হিসেবে কাজ করেছিলেন এসেদ। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলিয়েনদের সঙ্গে যোগাযোগ থাকলে মানবজাতি আদৌ বিষয়টা বিশ্বাস করবে না বলেই কখনও প্রকাশ্যে আনা হয়নি এই তথ্য।
৮৭ বছরের এসেদ তিনবার ইজরায়েল সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই এলিয়েনদের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানেন। তিনি তো বিষয়টা জনসমক্ষে ঢালাও প্রচারও করতে চেয়েছিলেন। কিন্তু গ্যালাকটিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগের খবর মানবজাতির মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তাঁকে আটকে দেওয়া হয়।
এসেদের দাবি ট্রাম্পকে জানানো হয়েছিল, বর্হিবিশ্ব ও এলিয়েনদের সম্পর্কে মানবজাতির ধ্যানধারণা বদলানোর আগে মানুষকে বিষয়টির খোঁজ দেওয়া হিতে বিপরীত হতে পারে। অনভিপ্রেত এক ভয় সবার মধ্যে চেপে বসার আশঙ্কাও রয়েছে।
এতদিন এমন গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখার পর এখন কেন বিষয়টা সামনে আনলেন, জানতে চাওয়া হলে এসেদ বলেছেন, বিশ্বের ধ্যানধারণা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে বর্হিবিশ্ব প্রসঙ্গে, তাই এখন বিষয়গুলো মানবজাতিকে জানানো দরকার বলেই মনে করেছেন তিনি।
দীর্ঘদিনের যাবতীয় অভিজ্ঞতা নথিভুক্ত করে ‘দ্য ইউনিভার্স বিয়ন্ড দ্য হরাইজন, কনভারসেশন ইউথ প্রফেসর হাইম এসেদ’ বই লিখে বিস্তারিতভাবে সামনে এনেছেন ইজরায়েলের প্রাক্তন স্পেস সিকিউরিটি প্রধান।
এলিয়েনদের সঙ্গে যোগাযোগ ট্রাম্পের! চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের প্রাক্তন স্পেস সিকিউরিটি প্রধানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2020 07:27 PM (IST)
৮৭ বছরের এসেদ তিনবার ইজরায়েল সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই এলিয়েনদের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানেন। তিনি তো বিষয়টা জনসমক্ষে ঢালাও প্রচারও করতে চেয়েছিলেন। কিন্তু গ্যালাকটিক ফেডারেশনের সঙ্গে যোগাযোগের খবর মানবজাতির মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তাঁকে আটকে দেওয়া হয়।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -