আগামীকাল লঞ্চ হবে আইওএস ১৪, ঘোষণা টিম কুকের

করোনা আবহে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে অনলাইনে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Sep 2020 12:14 AM
ভারতে অ্যাপল ওয়াচ এসই-র (জিপিএস) দাম শুরু হচ্ছে ২৯,৯০০ টাকা থেকে। ভারতে অ্যাপল ওয়াচ এসই-র (জিপিএস সেলুলার) দাম শুরু হচ্ছে ৩৩,৯০০ টাকা থেকে।
আগামীকাল লঞ্চ হবে আইওএস ১৪, অ্যাপ লাইব্রেরি, অ্যাপ ক্লিপস, আইপ্যাড ওএস ১৪, অ্যাপল ওয়াচ ওএস ৭, টিভি ওএস ১৪, জানালেন অ্যাপল সিইও।
ভারতে অ্যাপল ওয়াচ ৬ (জিপিএস যুক্ত)-এর দাম শুরু হচ্ছে ৪০,৯০০ টাকা থেকে। ভারতে অ্যাপল ওয়াচ ৬ (জিপিএস সেলুলার)-এর দাম শুরু হচ্ছে ৪৯,৯০০ টাকা থেকে। তবে ভারতে কবে থেকে পাওয়া যাবে, সেটা এখনও জানা যায়নি।
আইপ্যাড এয়ারের দাম শুরু হচ্ছে ৫৯৯ মার্কিন ডলার থেকে।
আইপ্যাড ওএস ১৪-এর দাম শুরু হচ্ছে ৩২৯ মার্কিন ডলার থেকে। পড়ুয়াদের জন্য অবশ্য দাম রাখা হয়েছে ২৯৯ মার্কিন ডলার।
আইপ্যাডের ১০ বছর পূর্ণ হচ্ছে এ বছর। অ্যাপল সিইও টিম কুক জানিয়েছেন, এই ১০ বছরে আইপ্যাড ব্যবহার করে সবাই খুব খুশি। এবার নতুন ও উন্নত আইপ্যাড আসছে।
অ্যাপল ওয়াচ ৬, অ্যাপল ওয়াচ এসই ও ‘ফিটনেস প্লাস’ পরিষেবা ভারতে কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।
ভারতে অবশ্য এখনই পাওয়া যাচ্ছে না ‘ফিটনেস প্লাস’ পরিষেবা।
শরীরচর্চার জন্য অ্যাপলের নতুন ফিচার ‘ফিটনেস প্লাস’।
অ্যাপল ওয়াচ ৬-এর দাম রাখা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার। অ্যাপল ওয়াচ এসই-র দাম রাখা হয়েছে ২৭৯ মার্কিন ডলার।
অ্যাপল ওয়াচ ৬-এর মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা মাপা যাবে। এছাড়া রয়েছে আরও অনেক ফিচার্স।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: শুরু হয়ে গেল অ্যাপল ইভেন্ট ২০২০। বাজারে কী কী নতুন ডিভাইস আনছে অ্যাপল, তারই অপেক্ষায় সারা বিশ্বের মানুষ। করোনা আবহে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে অনলাইনে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.