আগামীকাল লঞ্চ হবে আইওএস ১৪, ঘোষণা টিম কুকের

করোনা আবহে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে অনলাইনে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Sep 2020 12:14 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: শুরু হয়ে গেল অ্যাপল ইভেন্ট ২০২০। বাজারে কী কী নতুন ডিভাইস আনছে অ্যাপল, তারই অপেক্ষায় সারা বিশ্বের মানুষ। করোনা আবহে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে অনলাইনে।...More

ভারতে অ্যাপল ওয়াচ এসই-র (জিপিএস) দাম শুরু হচ্ছে ২৯,৯০০ টাকা থেকে। ভারতে অ্যাপল ওয়াচ এসই-র (জিপিএস সেলুলার) দাম শুরু হচ্ছে ৩৩,৯০০ টাকা থেকে।