ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যু হল একজনের। এটাই বাংলাদেশে প্রথম করোনার বলি।

বুধবার বিকেলে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক, চিকিৎসক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। নানারকম শারীরিক জটিলতাও ছিল তাঁর। কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যায় এমনিতেই ভুগছিলেন ওই ব্যক্তি। হার্টের সমস্যার জন্য অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছিল ওই ব্যক্তির।

মীরজাদী সেব্রিনা বলেছেন, ‘মৃত ব্যক্তি বিদেশ থেকে ফেরা এবং সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।’ তবে সংক্রমিত ওই ব্যক্তি কোন দেশ থেকে এসেছিলেন, জানাননি মীরজাদী। তিনি জানান যে, বাংলাদেশে এখনও পর্যন্ত ১৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।