নিউ ইয়র্ক: করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সরকার লকডাউন জারি করেছে। যাঁদের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে, তাঁদের আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই আবার স্বেচ্ছায় আলাদা থাকছেন। তবে ‘বিলাসবহুল আইসোলেশন’-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচনার মুখে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ডেভিড গেফেন। এভাবে নিজেকে বিত্তশালী হিসেবে তুলে ধরায় অনেকেই তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন গেফেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ক্যারিবিয়ান সাগরে সূর্যাস্তের সময় একটি বিলাসবহুল জলযান চলছে। তিনি ভাইরাস থেকে বাঁচতে সেই জলযানেই আছেন বলে জানিয়েছেন। এই ছবি দেখেই অনেকে তাঁর সমালোচনা শুরু করেছেন।

একটি আন্তর্জাতিক পত্রিকার হিসেব অনুযায়ী, গেফেনের সম্পত্তির পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৮৪ হাজার। তিনি এই পরিস্থিতিতে কীভাবে সুরক্ষিত আছেন, ছবি পোস্ট করে সেটাই ফলোয়ারদের জানিয়েছেন। তবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই তাঁর এই পোস্ট ভালভাবে নেননি।