সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন গেফেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ক্যারিবিয়ান সাগরে সূর্যাস্তের সময় একটি বিলাসবহুল জলযান চলছে। তিনি ভাইরাস থেকে বাঁচতে সেই জলযানেই আছেন বলে জানিয়েছেন। এই ছবি দেখেই অনেকে তাঁর সমালোচনা শুরু করেছেন।
একটি আন্তর্জাতিক পত্রিকার হিসেব অনুযায়ী, গেফেনের সম্পত্তির পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৮৪ হাজার। তিনি এই পরিস্থিতিতে কীভাবে সুরক্ষিত আছেন, ছবি পোস্ট করে সেটাই ফলোয়ারদের জানিয়েছেন। তবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই তাঁর এই পোস্ট ভালভাবে নেননি।