লন্ডন: অসাধারণ সৌজন্যবোধের পরিচয় দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে চিকিৎসকের অধীনে ছিলেন, তাঁর নামেই সদ্যোজাত ছেলের নাম রাখলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বান্ধবী কেরি সাইমন্ডস ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে জানিয়েছেন, সন্তানের নাম রেখেছেন উইলফ্রেড লরি নিকোলাস। শিশুটির মাথায় বাবার মতোই সোনালী চুল।
বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছেলের জন্ম হয়েছে। সাইমন্ডস জানিয়েছেন, ‘যে দুই চিকিৎসক বরিস জনসনের চিকিৎসা করেছিলেন, তাঁদের নাম হল নিক প্রাইস ও নিক হার্ট। তাঁদের নামেই সন্তানের নাম রেখেছি নিকোলাস। বরিসের ঠাকুর্দার নামে নাম রেখেছি উইলফ্রেড আর আমার ঠাকুর্দার নামে নাম রেখেছি লরি। আমি অত্যন্ত আনন্দিত। আমার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত দুই চিকিৎসক। সেন্ট টমাস হাসপাতালে পুরুষদের সংক্রমণ বিভাগের ডিরেক্টর প্রাইস জানিয়েছেন, ‘আমরা এই স্বীকৃতি পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি।’ ক্রিটিক্যাল কেয়ার বিভাগের ডিরেক্টর হার্ট জানিয়েছেন, ‘আমরা নতুন পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রাণ বাঁচানো ২ চিকিৎসকের নামে সদ্যোজাত ছেলের নাম রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 May 2020 10:53 AM (IST)
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত দুই চিকিৎসক।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -