লন্ডন: মাসখানেক আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। একটা সময় তাঁর শারীরিক অবস্থার অবনতিও ঘটে। শেষপর্যন্ত সবাইকে স্বস্তি দিয়ে সেরে উঠেছেন তিনি। এখন আবার কাজে ফিরলেন। করোনাকে হারিয়ে ফের প্রধানমন্ত্রী পদের গুরুভার সামলাবেন তিনি। সোমবার প্রায় তিন সপ্তাহ পর প্রকাশ্যে দেখা গেল তাঁকে।

মধ্য লন্ডনে নিজের অফিস ও ১০ ডাউনিং স্ট্রিটে বাসভবনের বাইরে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় কাজের বাইরে থাকার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, প্রথম পর্যায়ে করোনাকে হারিয়ে জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে দেশ। একইসঙ্গে এখনই যে লকডাউন তুলে নেওয়া হচ্ছে না, তাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি।

করোনাভাইরাস ইতিমধ্যেই ইংল্যান্ডে বড়সড় আঘাত হেনেছে। ব্রিটেনে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় একুশ হাজার। আক্রান্তের সংখ্যা দেড় লক্ষেরও বেশি। মহামারী সংক্রান্ত এই টালমাটাল পরিস্থিতির মধ্যে আবার দেশের হাল ফের ধরতে চলেছেন জনসন।

করোনা বিপর্যয়ে ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে অর্থনীতি। বেশ কয়েকজন প্রথম সারির শিল্পপতি বিধিনিষেধ শিথিল করার আর্জি জানিয়ে সরকারের কাছে চিঠি লিখেছেন। বিরোধী লেবার পার্টির নেতা কেইর স্টারমার লকডাউন প্রত্যাহারের কৌশল কী হবে, তা জানানোর দাবিতে চিঠি দিয়েছেন।

জনসনের অনুপস্থিতি কাজ সামলেছেন বিদেশ সচিব ডোমিনিক রাব। তিনি লকডাউনের বিধিনিষেধ এখনই শিথিল করার দাবি খারিজ করে দিয়েছেন। বলেছেন, বিজ্ঞানসম্মত পরামর্শ অনুসারে পরিস্থিতি সম্পর্কে আস্থা না আসা পর্যন্ত মানুষের জীবন রক্ষার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, সেগুলি নিয়ে জল্পনা সমীচীন নয়।

এমনই পরিস্থিতির মধ্যে ফের কাজে যোগ দিলেন করোনা-জয়ী জনসন।