বার্মিংহাম: ইংল্যান্ডের বার্মিংহাম শহরে ছুরি নিয়ে দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালাল এক ব্যক্তি। তার হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং সাতজন জখম হয়েছেন। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একাই ছিল। তার সঙ্গে সন্ত্রাসবাদীদের বা অন্য কারও যোগ ছিল না বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তার খোঁজে তল্লাশি চলছে। এ বিষয়ে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে পুলিশ।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের চিফ সুপারিন্টেন্ডেন্ট স্টিভ গ্রাহাম জানিয়েছেন, ‘এই হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এক পুরুষ ও এক মহিলা গুরুতর জখম হয়েছেন। আরও পাঁচজন জখম হলেও, তাঁদের জীবনের ঝুঁকি নেই। অভিযুক্ত ব্যক্তি হামলা শুরু করে লিভারি স্ট্রিট থেকে। এরপর আর্ভিং স্ট্রিট ও পরে হার্স্ট স্ট্রিটে হামলা চালায় সে। এই ঘটনা মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক ও ভয়ানক। হতাহতদের মধ্যে কোনওরকম যোগাযোগ বা সম্পর্ক নেই। ফলে মনে হচ্ছে, এলোপাথাড়ি হামলা চালানো হয়েছে। কে এই ঘটনার জন্য দায়ী এবং ঠিক কী হয়েছে, সেটা জানার চেষ্টা চালাচ্ছি আমরা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ট্যুইট করে হতাহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জরুরি বিভাগের আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন।