বেজিং: কথায় আছে, প্রভুভক্ত কুকুর। মালিকের প্রতি বিশ্বস্ততা, আনুগত্য ও বিপদের সময় ঝাঁপিয়ে পড়তে পোষা কুকুরের জুড়ি মেলা ভার। মালিকের ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ে পোষা কুকুর। এমনই একটি কুকুর মালিককে খুঁজতে ২৫ দিনে ৬০ কিমির বেশি পথ পাড়ি দিল। চিনে ঘটনা ঘটেছে। কোনও কারণে চিনের একটি সার্ভিস স্টেশনে ওই পোষা কুকুরকে ফেলে চলে আসেন মালিক।
জানা গেছে, হাংঝৌয়ের বাসিন্দা মিস্টার কুই ও তাঁর পরিবার গাড়িতে করে গ্রামের দিকে যাচ্ছিলেন। মাঝে একটু বিরতি নিতে তাঁরা একটি সার্ভিস স্টেশনে নামেন। ওই সময় দুর্ঘটনাক্রমে তাঁরা পোষা কুকুর ডউ ডউ-কে ফেলেই ফের গাড়ি চড়ে রওনা দেন।
মালিককে হারিয়ে ফেলেও হাল ছাড়েনি ডউ ডউ। মালিকের বাড়ির উদ্দেশে পাড়ি দেয় সে। ২৬ দিন হেঁটে সে বাড়িতে ফিরে আসে।
মিস্টার কুই ও তাঁর পরিবার টং লু সার্ভিস স্টেশনে থেমেছিলেন। তাঁদের বাড়ি থেকে ওই সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৬০ কিমি। সেখান থেকে যাত্রা শুরুর সময় কুই-রা ভেবেছিলেন যে ডউ ডউ গাড়িতে রয়েছে। ঘণ্টাখানেক পর গন্তব্যে পৌঁছে তাঁদের খেয়াল হয় যে ডউ ডউ গাড়িতে নেই। পরের দিনই তাঁরা সার্ভিস স্টেশনে গিয়ে পোষা কুকুরের খোঁজ করেন। কিন্তু সেখানে ডউ ডউকে পাওয়া যায়নি।
এর ২৫ দিন পর বাড়ির দরজার সামনে ডউ ডউকে দেখে স্তম্ভিত হয়ে যান কুই ও তাঁর পরিবার। অপরিচ্ছন্ন ও ক্লান্ত অবস্থায় ডউ ডউকে দেখতে পান তাঁরা। ডউ ডউ-কে ফিরে পেয়ে খুশির ঠিকানা নেই তাঁদের।
২৬ দিনে ৬০ কিমি পথ পাড়ি দিয়ে মালিকের বাড়িতে ফিরল পোষা কুকুর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2020 10:49 AM (IST)
কথায় আছে, প্রভুভক্ত কুকুর। মালিকের প্রতি বিশ্বস্ততা, আনুগত্য ও বিপদের সময় ঝাঁপিয়ে পড়তে পোষা কুকুরের জুড়ি মেলা ভার। মালিকের ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ে পোষা কুকুর। এমনই একটি কুকুর মালিককে খুঁজতে ২৫ দিনে ৬০ কিমির বেশি পথ পাড়ি দিল।
ফাইল ছবি
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -