বেজিং: চিনে নতুন করে ৫১ করোনাভাইরাস আক্রান্তের হদিশ। এই করোনা পজিটিভদের মধ্যে রয়েছে উপসর্গহীনরাও। তাদের বেশিরভাগই এই ভাইরাসের প্রথম উত্সকেন্দ্র উহান প্রদেশের। এই প্রদেশে গত ১০ দিনে ৬০ লক্ষের বেশি পরীক্ষা করা হয়েছিল বলে সোমবার জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, রবিবার১১ জন বিদেশ ফেরতের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। তবে রবিবার চিনে স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার নতুন কোনও ঘটনা সামনে আসেনি। যে ১১ জন বিদেশ থেকে আসা ব্যক্তির টেস্ট পজিটিভ হয়েছে, তাঁদের মধ্যে ১০ জন ইনার মঙ্গোলিয়া স্বশাসিত অঞ্চলের এবং একজন সিচুয়ান প্রদেশের। এনএইচসি তাদের দৈনিক রিপোর্টে এ কথা জানিয়েছে।
৪০ উপসর্গহীন আক্রান্তের মধ্যে উহানেরই ৩৮ জন। উপসর্গহীন আক্রান্তদের বাড়বাড়ন্তের পর এখানকার ১ কোটি ১২ লক্ষ মানুষকে পরীক্ষা করে দেখার কাজ চলছে। এখন চিনে লক্ষ্মণহীন উপসর্গযুক্ত ৩৯৬ জনকে চিকিত্সাসংক্রান্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরমধ্যে ৩২৬ জন উহানের।
উপসর্গহীন আক্রান্ত তাদের বলা হয়, যাদের কোভিড-১৯ টেস্ট পজিটিভ হলেও জ্বর, কাশি, গলা ব্যথার মতো লক্ষ্মণ নেই। কিন্তু এই আক্রান্তদের থেকে ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে।
এর আগে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উহানে আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজার। উপসর্গহীন আক্রান্ত বা ভাইরাস সংক্রমণ থাকলেও কোনও স্পষ্ট লক্ষ্মণ না থাকা ব্যক্তিদের সংখ্যা জানতে নিউক্লিক অ্যাসিড টেস্টিংয়ের সম্প্রসারণ ঘটানো হয়েছে।
উহানের পুর স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, গত ১৪ মে থেকে ২৩ মে পর্যন্ত ৬০ লক্ষ পরীক্ষা করা হয়েছে।
শনিবার শহরে ১১.৫ লক্ষ টেস্ট করা হয়। সরকারি সংবাদসংস্থা জিনহুয়া এ কথা জানিয়েছে।
রবিবার পর্যন্ত চিনে কোভিড আক্রান্তের সংখ্যা ৮২,৯৮৫। মৃত ৪,৬৩৪।