বেজিং: হিউস্টনে চিনা কনস্যুলেট বন্ধের নির্দেশের পাল্টা। চিন এবার দেশের দক্ষিণপশ্চিমের শহর চেঙ্গডুতে আমেরিকার কনস্য়ুলেটের লাইসেন্স প্রত্য়াহার করে নিল। চিনা বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, আমেরিকার অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে এটাই তাদের পাল্টা প্রয়োজনীয় বৈধ, আইনি জবাব।

সম্প্রতি কোভিড-১৯ এর উত্স কোথায়, এই প্রশ্ন সহ নানা ইস্যুতে সংঘাত তুঙ্গে আমেরিকা, চিনের। চিনা বিবৃতিতে বলা হয়েছে, চিন-মার্কিন সম্পর্কের বর্তমান যে হাল হয়েছে, সেটা চিনের কাঙ্খিত নয়, সব কিছুর জন্য দায়ী আমেরিকাই। দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার আবহে নতুন মাত্রা যোগ করে ওয়াশিংটন গত মঙ্গলবার চিনকে ৭২ ঘন্টার মধ্যে তাদের হিউস্টনের কনস্যুলেট বন্ধ করতে বলে। আমেরিকা সিদ্ধান্ত না ফেরালে তখন পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিল চিনও। সেটাই আজ বাস্তবায়িত হল।

১৯৮৫ সালে স্থাপিত চেঙ্গডুর মার্কিন কনস্যুলেটে, তাদের ওয়েবসাইট অনুসারে প্রায় ২০০ কর্মী কাজ করেন, আনুমানিক ১৫০ স্থানীয় চিনা স্টাফও আছে যাদের চুক্তিতে নিয়োগ করা হয়েছে।