ইসলামাবাদ: পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২ হাজার। এর মধ্যে ৭৯ শতাংশ রোগীই বিদেশে কোথাও যাননি। তাঁরা নিজেদের অঞ্চলেই সংক্রমণের শিকার হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ ২ সপ্তাহ বাড়ল পাকিস্তান সরকার। পরিকল্পনা মন্ত্রী আসাদ উমর জানিয়েছেন, ‘লকডাউনের মেয়াদ ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৫৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ১৮ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চিকিৎসকদের আশঙ্কা, মে মাসের শেষদিকে বা জুন মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা সর্বাধিক হবে।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের এগজিকিউটিভ ডিরেক্টর আমির ইকরাম জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যপরীক্ষা শুরু হবে। স্থানীয়ভাবে সংক্রমণ ছড়াতে শুরু হওয়ায় এবার কৌশল বদল করতে হচ্ছে। রমজান মাসে সবাইকে বাড়িতে থেকেই নমাজ পড়ার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের আশঙ্কা, মসজিদে সবাই জড়ো হলে সংক্রমণ বাড়বে।
করোনা ভাইরাস: পাকিস্তানে বাড়ছে মৃত্যু, ৯ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 05:27 PM (IST)
পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৫৩ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -