সিডনি: করোনা ভাইরাসের আতঙ্কে টয়লেট পেপার কেনা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন তিন মহিলা। এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি সুপার মার্কেটে। ওই মহিলাদের মারপিট এমন পর্যায়ে পৌঁছে যায়, হস্তক্ষেপ করতে বাধ্য হন সুপার মার্কেটের কর্মীরা। তাঁরা পুলিশেও খবর দেন। তবে পুলিশকর্মীরা কাউকে আটক করেননি। তাঁরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এই ঘটনার বিষয়ে ইন্সপেক্টর অ্যান্ড্রু নিউ জানিয়েছেন, ’৪৯ বছর বয়সি এক মহিলাকে মারধরের অভিযোগ পেয়ে ব্যাঙ্কসটাউন থানার পুলিশ অফিসাররা সেখানে যান। তাঁরা ওই মহিলার সঙ্গে কথা বলেন। তবে তিনি আহত হননি। কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে অন্য যে দুই মহিলা জড়িত ছিলেন, তাঁদের পরিচয় জানার জন্য সাধারণ মানুষের সহায়তা চাইছেন তদন্তকারীরা। আমরা মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।’

অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬৩। এই পরিস্থিতিতে গোটা অস্ট্রেলিয়াতেই টয়লেট পেপারের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। বেশিরভাগ সুপার মার্কেটেই সব টয়লেট পেপার বিক্রি হয়ে গিয়েছে। অনলাইনে টয়লেট পেপার কিনছেন বহু মানুষ। আতঙ্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছে, টয়লেট পেপার কেনা নিয়ে মারপিট পর্যন্ত হল।