ওয়াশিংটন: করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। রবিবার চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন। সব ঠিক থাকলে আজ, সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেডে় দেওয়া হতে পারে।
ট্রাম্পের চিকিৎসায় নিযুক্ত মেডিক্যাল টিমের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন মার্কিন প্রেসিডেন্টের অক্সিজেনের লেভেল কিছুটা কমে গিয়েছিল। এখন তিনি ভাল আছেন। ৭৪ বছর বয়সী প্রেসিডেন্টকে স্টেরয়েড দেওয়া হয়েছে। ট্রাম্পের চিকিৎসক সিন কোনলি বলেছেন, ’’যে কোনও অসুস্থতায় শারীরিক মাপকাঠিগুলি ওঠানামা করে। প্রেসিডেন্টের ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। তবে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।‘‘ কোনলি জানিয়েছেন, শুক্রবার রাষ্ট্রপতির অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ার কারণে ওয়াল্টার রিড সামরিক মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। বরিবারও তাঁর অক্সিজেনের মাত্রা দু‘বার নেমে গিয়েছিল। ট্রাম্পের আর এক চিকিৎসক ব্রায়ান গারিবল্ডি জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন এবং ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর কথা, ’’আমাদের লক্ষ্য ভাল করে যেন তিনি খাওয়া-দাওয়া করেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন। প্রেসিডেন্ট যদি সুস্থ বোধ করেন, তা হলে আগামিকাল, সোমবারই আমরা তাঁকে ছেড়ে দেবো।‘‘
তিনি যে সুস্থ হয়ে উঠছেন, তা বরিবারই একটি ফরমাল-ভিডিও পোস্ট করে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং। ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন, ’’আগের তুলনায় অনেকটাই ভাল আছি। আশা করছি শীঘ্রই ছুটি পাবো। তবে আগামী কটা দিনই আসল পরীক্ষা।‘‘ ট্রাম্প সম্প্রতি ভিডিওতে জানিয়েছেন, হাসপাতালে আসার পরে তিনি তেমন স্বচ্ছন্দ অনুভব করছিলেন না। কিন্তু এখন তিনি ভালই আছেন।
ট্রাম্পের অবস্থার উন্নতি, আজ ছাড়া পেতে পারেন, বলছেন চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2020 02:18 PM (IST)
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। রবিবার চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন। সব ঠিক থাকলে আজ, সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেডে় দেওয়া হতে পারে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -