করোনা আতঙ্কে ইতালি কার্যত তালাবন্দি হয়ে গিয়েছে। এরইমধ্যে দেশের রাস্তায় কমলা রঙের বিশাল চাকতি কোমরে পরে ঘুরতে দেখা গেল ওই ব্যক্তিকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ভিডিওটি তোলা হয়েছে রোমে। এ ধধরনের চাকতি পরার কারণ জানতে চাওয়া হলে ওই ব্যক্তি বলেছেন, করোনাভাইরাসের জন্য।
গত বুধবার ট্যুইটারে ভিডিওটি শেয়ার হয়েছে। তারপর থেকে প্রচুর লোক ভিডিওটি দেখেছেন এবং মজার মজার মন্তব্য করেছেন।
কারুর প্রশ্ন, দরজা দিয়ে ঢুকবেন কী করে? আবার কেউ তাঁর বুদ্ধির প্রশংসা করে সরস মন্তব্য করেছেন।
ইউরোপে নোভেল করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। এই অতিমারিতে সে দেশে ১৭,০০০ মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১,৮০৯। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ইতালি দেশজুড়ে লকডাউন চালু করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পরামর্শ অনুসারে, সামাজিক দূরত্ব মানে কোনও ব্যক্তি হাঁচলে বা কাশলে তার থেকে অনন্ত তিন ফুট দূরত্ব বজায় রাখা দরকার।