নয়াদিল্লি: নাক দিয়ে করোনা ভাইরাস মানুষের মস্তিষ্ক পৌঁছে যেতে পারে। সোমবার প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনই জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্তদের যে কিছু নিউরোলজিক্যাল উপসর্গ দেখা যাচ্ছে, এই গবেষণার ফলাফল সেক্ষেত্রে আলোকপাত করতে পারে।
বেশ কয়েকজন রোগীর দেহে উপসর্গ লক্ষ্য করে এই ধারণায় উপনীত হয়েছেন জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।তথ্যটি প্রকাশিত হয়েছে নেচার নিউরোসায়েন্স জার্নালে। গবেষণা বলছে, শুধুমাত্র শ্বাসনালীকেই প্রভাবিত করে না সার্স-কোভ-২ বা কোভিড ১৯, তা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও প্রভাব বিস্তার করে। এর কারণেই মাথার যন্ত্রণা এবং মুখের স্বাদ চলে যাওয়া, ক্লান্তি, গন্ধহীনতার মতো মতো উপসর্গ দেখা দেয়।
সাম্প্রতিক গবেষণায় বহু কোভিড রোগীর ক্ষেত্রেই মস্তিষ্কে ও সেরেব্রোস্নাইনালে ভাইরাল আরএনএর উপস্থিতির কথা বলা হয়েছি। কিন্তু ভাইরাস কোথা দিয়ে ঢোকে এবং কেমন করে এটি মস্তিষ্কে যাচ্ছে তা নিয়ে স্পষ্ট কিছু একদিন জানা যায়নি। বার্লিনের এই গবেষণা বলছে, ভাইরাসের প্রবেশ নাক দিয়ে হয়ে, তা মস্তিষ্কে যাচ্ছে। কোনও কোনও নির্র্দিষ্ট রোগীর ন্যাসো ফ্যারিংসে কিছু ভাইরাসের উপাদান মিলেছে। যা তাঁর মস্তিষ্কেও পাওয়া গিয়েছে।এর থেকেই একটা আন্দাজ করতে পারা যাচ্ছে।
এখন স্বাভাবিক প্রশ্ন হল, এমনভাবে ছড়িয়ে পড়া ভাইরাস কতদিন থাকতে পারে!গবেষকরা বলছেন, শরীরে কীভাবে বা কত পরিমাণে ভাইরাস দানা বেঁধেছে তার ওপর নির্ভর করছে এই রোগ কতদিন টিকে থাকবে তার বিষয়টি। বলা হচ্ছে এন্ডোথেলিয়াল ও স্নায়বিক কোষের হাত ধরে ভাইরাস প্রবল প্রভাব নিয়ে মস্তিষ্কে চলে যাচ্ছে।গবেষণায় দেখা গিয়েছে স্নায়ুতন্ত্রের বহু জায়গায় সার্স কোভিড ছড়িয়ে পড়ছে। মেডুলা অবলংগাটা সহ একাধিক জায়গায় এটি ছড়াতেই বিপদ ঘটছে।এই নতুন তথ্য কোভিড চিকিৎসায় ডাক্তারদের নতুন ভাবে ভাবতে পথ দেখাবে বলে মনে করা হচ্ছে।
নাক দিয়ে করোনা ভাইরাস মানুষের মস্তিষ্ক পৌঁছে যেতে পারে, জানা গেল গবেষণায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2020 01:45 PM (IST)
নাক দিয়ে করোনা ভাইরাস মানুষের মস্তিষ্ক পৌঁছে যেতে পারে। সোমবার প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনই জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্তদের যে কিছু নিউরোলজিক্যাল উপসর্গ দেখা যাচ্ছে, এই গবেষণার ফলাফল সেক্ষেত্রে আলোকপাত করতে পারে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -