নয়াদিল্লি: সারা বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে করোনভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ভিড় এড়িয়ে চলার মতো একাধিক পরামর্শ দিয়েছে। পশুজন্তুদেরও এই ভাইরাসের আতঙ্কজনিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে বলে মনে হয়।
মধ্য তাইল্যান্ডের লোপবুরিতে রাস্তায় বাঁদর বাহিনীর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলির পুরোদমে লড়াই দেখা গেল। এই লড়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক টুকরো খাবারের জন্য শয়ে শয়ে বাঁদর রাস্তায় ধেয়ে আসছে এবং একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার প্রবীন কাসওয়ান।
ডেইলি মেল-এর রিপোর্ট উল্লেখ করে তিনি লিখেছেন, করোনাভাইরাসের কারণে পর্যটকদের ভিড় নেই। এই পর্যটকরাই মূলত শাখামৃগ বাহিনীর খাবার যোগাতেন। কিন্তু এখন খাবার যোগাড়ে বাঁদর বাহিনীর বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নেমে লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, একটি বাঁদরের কাছে রয়েছে একটা কলা। সেজন্যই তার পিছু ধাওয়া করে তাইল্যান্ডের রাস্তায় নেমে পড়েছে শয়ে শয়ে বাঁদর। ভিডিওতে বহু বাঁদরের আর্তনাদও শোনা গিয়েছে।


ব্যাঙ্কক পোস্ট জানিয়েছে, এই বাঁদরদের মূলত দুটি গোষ্ঠী। একদলের আস্তানা মন্দিরগুলি। অন্য গোষ্ঠী শহরের বিভিন্ন স্থানে থাকা বাঁদরদের। তাইল্যান্ডের এই শহরে পর্যটনে ভাঁটার টানের কারণে শহরে যেহেতু কোনও পর্যটক নেই, সেহেতু তাদের খাবার যোগানোরও কেউ নেই। এই কারণেই রাস্তায় এই ঝগড়া।
এক প্রত্যক্ষদর্শী একটি দোকানের বাইরে দাঁড়িয়ে এই ভিডিও তুলেছিলেন বলে জানা গিয়েছে। ওই মহিলা প্রত্যক্ষদর্শী ব্যাঙ্কক পোস্টকে জানিয়েছেন, ওদের দেখে বাঁদর নয়, বুনো কুকুর মনে হচ্ছিল। এক টুকরো খাবারের জন্য ওরা উন্মত্ত হয়ে ওঠে। ওদের এমন আগ্রাসী মেজাজে কোনওদিন দেখিনি। আমার মনে হয়, ওরা খুবই ক্ষুদার্ত। এখানে ওদের খাবার যোগানোর জন্য সাধারণত এখানে প্রচুর পর্যটক থাকেন। কিন্তু করোনাভাইরাসের কারণে পর্যটকদের ভিড় একেবারেই নেই।