নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে নোভেল করোনা ভাইরাস। ওয়াশিংটনের কিং কাউন্টিতে আরও দু’জনের মৃত্যু হল। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৯ জন প্রাণ হারালেন। নিউ ইয়র্কে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে একটি জাহাজ আটকে আছে স্যান ফ্রান্সিসকোর কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ফলে জনজীবন ব্যাহত হচ্ছে। একাধিক কনসার্ট, কনফারেন্স বাতিল করতে হয়েছে। পড়ুয়াদের বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করতে বলেছে বিশ্ববিদ্যালয়গুলি।


নিউ ইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬। তাঁদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি। গভর্নর অ্যান্ড্রু কুওমো জরুরি অবস্থা জারি করেছেন। সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে নিউ ইয়র্কের কয়েকটি ব্যাঙ্ক তাদের কর্মীদের নিউ জার্সি ও কানেটিকাট থেকে কাজ চালানোর নির্দেশ দিয়েছে। গোল্ডম্যান শ্যাখস গ্রুপের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানোয় তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে।