লন্ডন: নোভেল করোনা ভাইরাসের ভ্যাাকসিন নিয়ে গবেষণা শুরু হয়েছে কিছুদিন আগেই। এবার আশার কথা শোনালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান জন বেল। তাঁর দাবি, চলতি বছর শেষ হওয়ার মধ্যেই ব্রিটেনের সব নাগরিককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো কাজ হলে, এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়ে যাবে। জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যেভাবে মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করছেন, সেভাবেই গবেষণা চলবে। কারণ, এভাবেই চলতি পদ্ধতিতে ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলে, তার চেয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ চলছে। অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকার ভ্যাকসিন এজেড১২২২ এখন ব্রিটেনে দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে আছে। আগামী মাসে ব্রাজিলে এই ভ্যাকসিন নিয়ে পরীক্ষা শুরু হবে। ২,০০০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এ বিষয়ে বেল জানিয়েছেন, ‘অনেক বুদ্ধিমান ব্যক্তি ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছেন। তাঁরা ভ্যাকসিন নিয়ে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন। তাঁরা এখন বলছেন, ২০২১-এর মাঝামাঝি সময়ের আগে ভ্যাকসিন আবিষ্কার হতে পারে। তাঁরা যে কথা স্বীকার করতে চাইছেন না সেটা হল, গবেষণা প্রক্রিয়ায় দ্রুততা আনা যায়। তাঁরা যে সময়ের কথা বলছেন, তার আগেই ভ্যাকসিন আবিষ্কার করা যায়। তার ফলে অন্তত তিন মাস বা তার বেশি সময় বাঁচানো সম্ভব। অক্সফোর্ডে ভ্যাকসিন নিয়ে যে গবেষণা চলছে, সেটা যদি শেষপর্যন্ত ব্যর্থ হয়, তাহলে তাহলে আমরা ভ্যাকসিন নিয়ে গবেষণার পদ্ধতিতে বদল আনব। আমরা এ বছরের জানুয়ারিতেই ভ্যাকসিন নিয়ে যেভাবে কাজ শুরু করেছিলাম, অন্যরা সেটাই অনুসরণ করছে। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে উন্নয়নশীল দেশগুলিতে ভ্যাকসিন আবিষ্কার হবে কি না, সে বিষয়ে আমি সন্দিহান। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাকি দেশগুলিতেও এই সময়ের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে কি না, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তাই আমাদের দ্রুতগতিতে গবেষণার কাজ চালিয়ে যেতে হবে। আমরা অপেক্ষাকৃত কম দামেই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভ্যাকসিনের বিষয়ে অ্যাসট্রাজেনেকার যে চুক্তি হয়েছে, তাতে এ বছরের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করার কথা বলা হয়েছে। যদি এই গবেষণা সফল হয়, তাহলে ইউরোপে ৪০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে। এই গবেষণার সঙ্গে যুক্ত থাকা চারটি দেশ ইতালি, জার্মানি, ফ্রান্স ও হল্যান্ডে সরবরাহ করা হবে ভ্যাকসিন।