এর থেকে বেশি আর কিছু লেখেননি ট্রাম্প। কোথায় ও কতদিন ধরে এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে তা স্পষ্ট নয়। কিন্তু তাঁর এই ট্যুইটের পর অনুমান, করোনা ভ্যাকসিন নিয়ে আমেরিকা থেকে তাড়াতাড়িই ভালো খবর আসতে পারে।
উল্লেখ্য, ব্রিটেনের আইটিভি-র সম্পাদককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ইতিবাচক ফলাফল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে। এই সম্ভাব্য ভ্যাকসিনের লাইসেন্স দেওযা হয়েছে অ্যাস্ট্রাজেনিকা-কে। ট্রাম্পের ট্যুইটের পর জল্পনা চলছে, তিনি কি এ ব্যাপারেই কোনও ইঙ্গিত দিলেন?
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে আজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মডার্না ইঙ্কের ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় সমস্ত রোগীদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এই ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্তরা চলতি মাসের গোড়ায় জানিয়েছিলেন যে, এখনও পর্যন্ত ট্রায়ালে ইমিউন রেসপন্সে তাঁরা উত্সাহিত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনের আইটিভি-র পলিটিক্যাল এডিটর রবার্ট পেস্টন বলেছেন, আমি শুনছি যে, অ্যাস্ট্রাজেনিকার-র সহায়তাপুষ্ট অক্সফোর্ড কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষা সম্পর্কে খুব শীঘ্রই (সম্ভবত আগামীকাল) ইতিবাচক খবর আসতে পারে।
এই প্রকল্পের মানব দেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। ১৮ বছরের বেশি মানুষের শরীরে এই ভ্যারসিন কীভাবে কাজ করে, তা জানতে এই পরীক্ষা। তবে প্রথম পর্যায়ের পরীক্ষার ফল এখনও সামনে আসেনি।