কাঠমাণ্ডু: নেপালকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং রাজতন্ত্র ফেরাতে হবে। এই দাবিতে জাতীয় পতাকা হাতে রাজধানী কাঠমান্ডুতে মিছিল করলেন কয়েকশো মানুষ। এই মিছিল ঘিরে এখন সরগরম নেপালের রাজনৈতিক মহল।
গতকাল এই মিছিল হয়। যাঁরা মিছিলে যোগ দিয়েছিলেন, তাঁরা হিন্দু রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন। সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোরও দাবি তোলেন তাঁরা। নেপালের জাতীয় ঐক্য ও দেশের মানুষের কল্যাণের জন্যই হিন্দুরাষ্ট্র ও রাজতন্ত্র প্রয়োজন বলে দাবি তাঁদের।
কয়েক বছর আগে পর্যন্ত নেপালই বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র ছিল। সেখানে রাজতন্ত্রও বজায় ছিল। তবে ২০০৮ সালে ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান হওয়ার পর নেপাল প্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়। ২০১৫ সালে নতুন সংবিধান গৃহীত হয়। এরপর ২০১৭ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় সিপিএন-ইউএমএল ও সিপিএন (মাওবাদী) জোট। এই জোটই এখন ক্ষমতায়। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সংবিধান প্রণয়ন, গণতন্ত্রকে মজবুত করা এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। কিন্তু তিনি কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেননি। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নেপালের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এই সময়ে চিনের সঙ্গে নেপালের ঘনিষ্ঠতা বাড়লেও, নেপালের ভূখণ্ডের বড় অংশ চিন দখল করে নিচ্ছে বলে জানা গিয়েছে। ফলে ওলির বিরুদ্ধে নেপালে ক্ষোভ বাড়ছে।
পর্যবেক্ষকদের মতে, নেপালের বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলি দেশের মানুষের স্বার্থরক্ষা করতে পারেনি। সেই কারণেই দেশের মানুষের ক্ষোভ বাড়ছে। শাসক-বিরোধী, দু’পক্ষেরই উপরেই ভরসা হারিয়েছেন নেপালের সাধারণ মানুষ। বর্তমান সরকারের বিরুদ্ধে করোনা অতিমারী পরিস্থিতির মোকাবিলা ঠিকমতো করতে না পারা, দুর্নীতি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ঠিকমতো প্রণয়ন করতে না পারা এবং প্রশাসনিক কাজকর্ম ভালভাবে না চালানোর অভিযোগ রয়েছে। সেই কারণেই নেপালের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ। গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তাঁরা আস্থা হারিয়েছেন। সেই কারণেই তাঁরা রাজতন্ত্র ফেরানোর দাবি তুলেছেন।
নেপালে অবশ্য বেশ কিছুদিন ধরেই সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর পক্ষে জনমত তৈরি হচ্ছে। গতকালের মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি আধুনিক নেপালের জনক হিসেবে পরিচিত পৃথ্বী নারায়ণ শাহের ছবিও দেখা গিয়েছে। এই মিছিল করেন রাষ্ট্রীয় নাগরিক আন্দোলন সমিতি ২০৭৭ (জাতীয় নাগরিক আন্দোলন কমিটি ২০২০)-এর সদস্যরা। এর আগে গত ১০ নভেম্বরও কাঠমাণ্ডুতে সাংবিধানিক রাজতন্ত্র ফেরানো এবং হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণ করার দাবিতে মিছিল হয়। এই মিছিল করেন ‘জাতীয়তাবাদী নাগরিক সমাজ’-এর সদস্যরা। এর দু’দিন পর বিরাটনগরে একই দাবিতে মিছিল হয়। নেপালের প্রধানমন্ত্রীর নিজের শহর ঝাপাতেও রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল হয়েছে। ফলে ক্ষমতা ধরে রাখা নিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছেন ওলি।
Nepal: হিন্দুরাষ্ট্র ঘোষণা, রাজতন্ত্র ফেরানোর দাবি, নেপালে পথে নেমে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2020 02:43 PM (IST)
People of Nepal are demanding reinstatement of constitutional monarchy. | নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -