চিন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতালি, জাপান, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রেও মৃত্যু বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বলেছেন, ‘গত দু’সপ্তাহে চিনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৩ গুণ বেড়েছে। যে দেশগুলিতে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই দেশগুলির সংখ্যা তিনগুণ বেড়েছে। আগামীদিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। মৃত্যুও বাড়তে পারে। কয়েকটি দেশ দেখিয়ে দিয়েছে, তারা সংক্রমণ রুখে দিতে সক্ষম। কিন্তু কয়েকটি দেশ এই সংক্রমণ রোখার জন্য কিছুই করছে না।’
গেব্রিয়াস আরও জানিয়েছেন, চিন ও দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ৮১টি দেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। ৫৭টি দেশে আক্রান্তের সংখ্যা ১০ বা তার কম। তবে সব দেশকেই সতর্ক থাকতে হবে।