ঘুমনোর সময় ঢুকে গিয়েছিল, চিনে মহিলার কান থেকে জীবন্ত আরশোলা বের করলেন চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2020 10:15 PM (IST)
চিকিৎসক পরীক্ষা করে দেখতে পান, চেন নামে ওই মহিলার কানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি আরশোলা। তিনি সঙ্গে সঙ্গে ট্যুইজার দিয়ে পতঙ্গটিকে বের করে আনেন।
বেজিং: এক মহিলার কানের মধ্যে থেকে জীবন্ত আরশোলা বের করে আনলেন চিকিৎসক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চিনের গুয়াংদং প্রদেশে। ওই মহিলা কানে যন্ত্রণা ও কিছু একটা নড়ছে দেখে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক পরীক্ষা করে দেখতে পান, চেন নামে ওই মহিলার কানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি আরশোলা। তিনি সঙ্গে সঙ্গে ট্যুইজার দিয়ে পতঙ্গটিকে বের করে আনেন। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ওই মহিলা জানিয়েছেন, ‘আমার কানের ভিতরে কী ঢুকেছে, সেটা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমার মনে হচ্ছিল, আমি কাঠি দিয়ে যত খোঁচাচ্ছিলাম, ততই সেটা আরও ভিতরে চলে যাচ্ছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি চিকিৎসক ই-র কাছে যাই। তিনি সঙ্গে সঙ্গে আমার কানের ভিতর থেকে আরশোলাটি বের করে আনেন। আমি যখন ঘুমোচ্ছিলাম, তখনই বোধহয় কানে ঢুকে গিয়েছিল আরোশোলাটি।’