অসলো: আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে শান্তিস্থাপনের উদ্যোগ নেওয়ার জন্যই এই সম্মান পেলেন ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছেন নরওয়ের পার্লামেন্টের চারবারের সদস্য ক্রিশ্চিয়ান তাইব্রিং-জেদে। তাঁর মতে, এই পুরস্কারের জন্য যাঁদের নাম মনোনীত হয়েছে, তাঁদের চেয়ে ট্রাম্পের কৃতিত্ব বেশি। তাঁরই এই সম্মান পাওয়া উচিত।
২০২০ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩১৮ জনের নাম মনোনীত হয়েছিল। আগামী বছরের পুরস্কারের জন্য এখনও পর্যন্ত যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে ট্রাম্পের নামই সবচেয়ে ওজনদার। নোবেল কমিটিকে লেখা চিঠিতে তাঁর প্রশংসা করেছেন ক্রিশ্চিয়ান। তিনি লিখেছেন, ‘আশা করা যায়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিও সংযুক্ত আরব আমিরশাহির পথে হাঁটবে। এই চুক্তি মধ্যপ্রাচ্যকে সহযোগিতা ও সমৃদ্ধির অঞ্চলে পরিণত করবে।’
এই প্রথম নয়, এর আগেও নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত হয়েছিল। ২০১৮ সালে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনের সঙ্গে শান্তিবৈঠক করার পর মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেলের জন্য প্রস্তাব করেন ক্রিশ্চিয়ান। সেবার অবশ্য ট্রাম্প সেই পুরস্কার পাননি। এর আগে ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হওয়ার কয়েকমাসের মধ্যেই তাঁর এই পুরস্কার পাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এবার ট্রাম্প এই পুরস্কার পান কি না, সেটা জানার জন্য কয়েকমাস অপেক্ষা করতে হবে।
নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2020 05:36 PM (IST)
এর আগেও নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত হয়েছিল।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -