নিউ ইয়র্ক: ২০১৯ সালে ফেসবুক সিইও মার্ক জুকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তা ও বিমানযাত্রার জন্য ২৩.৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে ফেসবুকের আর্থিক অবস্থা সম্পর্কে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তা থেকেই জুকারবার্গের জন্য এই খরচের বিষয়টি জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘২০১৮ সালে ফেসবুক সিইও-র ব্যক্তিগত নিরাপত্তা ও বিমানযাত্রার জন্য যত অর্থ খরচ করা হয়েছিল, ২০১৯ সালে তার চেয়ে ৩৪ লক্ষ মার্কিন ডলার বেশি খরচ করা হয়েছে। এছাড়া জুকারবার্গের ব্যক্তিগত বিমানযাত্রার জন্যও ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। জুকারবার্গ ও তাঁর পরিবারের লোকজনের নিরাপত্তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। ২০১৭ ও ২০১৮ সালে এই বাবদ খরচ ছিল যথাক্রমে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার ও ৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। ফেসবুক সিইও বেতন হিসেবে প্রতি বছর নেন এক মার্কিন ডলার। কিন্তু অন্যান্য খরচ বাবদ তিনি অনেক বেশি অর্থ নেন। ২০১৭ সালে তিনি মোট খরচ বাবদ পেয়েছিলেন ৯.১ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে সেটা দ্বিগুণেরও বেশি বেড়ে হয় ২২.৬ মিলিয়ন মার্কিন ডলার।’
ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ২০১৮ সালে বেসিক পে হিসেবে পেয়েছিলেন ৮,৪৩,০০০ মার্কিন ডলার। বোনাস পেয়েছিলেন ৬,৩৮,০০০ মার্কিন ডলার। ২০১৯ সালে তিনি বেসিক পে বাবদ পান ৮,৭৫,০০০ মার্কিন ডলার। বোনাস হিসেবে তিনি পান ৯,০২,৭৪০ মার্কিন ডলার। স্টক অ্যাওয়ার্ডস বাবদ তিনি পান ১৯.৬৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য খরচ হয়েছিল ২.৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালে এই খরচই বেড়ে হয় ৪.৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
গত বছর মার্ক জুকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তা ও বিমানযাত্রার জন্য ২৩.৪ মিলিয়ন ডলার খরচ করেছে ফেসবুক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2020 02:22 PM (IST)
ফেসবুক সিইও বেতন হিসেবে প্রতি বছর নেন এক মার্কিন ডলার।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -