ওয়াশিংটন: আর কয়েকদিন পরই করোনার ভ্যাকসিন পেতে শুরু করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মার্কিন সরকারের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসার দাবি করেছেন ১১ ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হবে ভ্যাকসিন।


মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসার চিকিৎসক মনসেফ সালৌউ বলেছেন, ‘ছাড়পত্র মেলার ২৪ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করে দেব আমরা। আশা রাখছি ১১ বা ১২ ডিসেম্বর ছাড়পত্র পাওয়া যাবে।’

স্বাস্থ্য দফতরের তৈরি করা খসড়া অনুযায়ী যাদের আগে ভ্যাকসিন প্রয়োজন, তাদের সকলকে প্রথম দিনেই ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলেই মনে করছেন চিকিৎসক মনসেফ।

সম্প্রতি মার্কিন ওষুধপ্রস্তুতকারী সংস্থা ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক তাদের কোভিড ভ্যাকসিনকে দ্রুত ছাড়পত্র দিতে মার্কিন খাদ্য ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটরের মন্ত্রকের (এফডিএ) কাছে আবেদন করার পরই সামনে এসেছে যে দাবি। এফডিএ ভ্যাকসিন অ্যাডভাইসারি কমিটির বৈঠক ১০ ডিসেম্বর।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বে করোনা সংক্রামিত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই দ্রুত অতিমারীর প্রকোপ রুখতে মরিয়া হয়ে ভ্যাকসিন দ্রুত আনতে উদ্যত হয়েছে মার্কিন প্রশাসন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরুর পর আগামী বছরের মে মাসের মধ্যে দেশের জনসাধারণের মধ্যে ভ্যাকসিনের প্রয়োগ ছড়িয়ে দেওয়া যাবে বলেই আশাবাদী মার্কিন সরকারের চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসার।