ঢাকা: বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে করোনার হানা। আক্রান্ত এক। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার আরও এক বাসিন্দাও করোনা পজিটিভ বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই ক্যাম্পে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে।


বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের এক রিফিউজি সহ আরও এক স্থানীয় করোনাভাইরাসে আক্রান্ত। জানা যাচ্ছে, ওই করোনা আক্রান্ত দুই ব্যক্তিই জনবহুল এলাকায় থাকে। রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার মাহাবুব আলম তালুকদার রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্তের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, “সংক্রমিত দুই ব্যক্তিকেই আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।”


বাংলাদেশে এখনও পর্যন্ত করোনা পজিটিভের সংখ্যা ১৮ হাজার ৩৬৩। মৃত্যু হয়েছে অন্তত ২৮৩ জনের। এই পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে মহামারীর বিরুদ্ধে মোকাবিলা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।