বেজিং: করোনার সংক্রমণ ঠেকাতে বাদ দিন বাথরুমের ব্যবহার, বিমানে কাজ করুন ডায়াপার পড়ে। সেবক-সেবিকাদের জন্য এমনই নিদান (Flight Advisory) দিয়েছে চিনের (China) এক বিমানসংস্থা।
৩৮ পাতার বিশেষ নির্দেশিকা জারি করে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার প্রভাব যে অঞ্চলে বেশি সেখানের উদ্দেশ্যে বিমানযাত্রায় কাজ করলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা যাতে এড়িয়ে চলেন বাথরুম ব্যবহার। কারণ, বাথরুম ব্যবহার করলে সেক্ষেত্রে সংক্রমণের বাড়তি আশঙ্কা থাকে।
মেডিকেল প্রোকেটটিভ মাস্ক, ডাবল লেয়ার মেডিকেল গ্লাভস, গগলস, ডিসপোজেবল ক্যাপ, ডিসপোজেবল জুতোর কভারের মতো একাধিক জিনিস ব্যবহারের নির্দেশিকার সঙ্গেই রয়েছে বাথরুণ ব্যবহার এড়াতে ডায়াপার পড়ার নিদান। চিনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অবশ্য জানিয়েছে এই নিদানগুলি শুধুমাত্র চাটার্ড বিমান পরিষেবার জন্যই দেওয়া হয়েছে।
গোটা কেবিনকে ক্লিন, বাফার, প্যাসেঞ্জার সিটিং ও কোয়ারান্টিন এরিয়া হিসেবে ভাগ করে নিতেও বলা হয়েছে। ক্রু দের বাড়তি সতর্ক থাকতেও বলা হয়েছে। চিনের উহান প্রদেশ থেকেই প্রথম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। প্রথম আঘাত চিনের উপর পড়ায় প্রবলভাবে ব্যাহত হয়েছিল সেদেশের বিমান পরিষেবা।
আপাতত অবশ্য একাধিক বিধি নিষেধ মেনে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছে তারা। মাস্ক পড়া থেকে শুরু করে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখা, কঠোরভাবেই সব নিয়ম মেনে চলছেন তারা।
বাথরুম ব্যবহার কমান, পড়ুন ডায়াপার! করোনা সংক্রমণ এড়াতে ফ্লাইট অ্যাটেনডেন্টদের নিদান চিনা বিমান সংস্থার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2020 09:46 PM (IST)
৩৮ পাতার বিশেষ নির্দেশিকা জারি করে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার প্রভাব যে অঞ্চলে বেশি সেখানের উদ্দেশ্যে বিমানযাত্রায় কাজ করলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা যাতে এড়িয়ে চলেন বাথরুম ব্যবহার। কারণ, বাথরুম ব্যবহার করলে সেক্ষেত্রে সংক্রমণের বাড়তি আশঙ্কা থাকে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -