ওয়াশিংটন: কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল আমেরিকা। এবার ওয়াশিংটন, ডিসি এলাকায় সেনা পাঠাল পেন্টাগন। শহরে গত কয়েকদিনের হিংসাত্মক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সেনা পাঠানো হয়েছে। বিক্ষোভ মোকাবিলায় প্রয়োজন পড়লে কর্তৃপক্ষকে সহায়তা করতে ১,৬০০ সেনা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র জোনাথন হফম্যান জানিয়েছেন, ফোর্ট ব্র্যাগ ও ফোর্ট ড্রাম থেকে সেনা ওয়াশিংটন ও ডিসি এলাকায় পাঠানো হয়েছে। তবে সক্রিয় কর্তব্যরত বাহিনী এখনও মোতায়েন করা হয়নি।
তিনি জানিয়েছেন, বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু অসামরিক কর্তৃপক্ষের কাজের ক্ষেত্রে তারা এখনই অংশ নিচ্ছে না।
পদস্থ প্রতিরক্ষা আধিকারিক মঙ্গলবার বলেছিলেন যে, ওয়াশিংটন অঞ্চলে বাহিনী পাঠানো হবে। এই বাহিনীর মধ্যে থাকছে মিলিটারি পুলিশ ও ইঞ্জিনিয়ারিং দক্ষতা সম্পন্নরা।
উল্লেখ্য, ওয়াশিংটনে সন্ধে সাতটার পর কার্ফু সত্ত্বেও বিক্ষোভকারীরা তাঁদের অবস্থানে অনড়। যদিও সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্ফু কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন। যে শহরগুলিতে বিক্ষোভ দমন করা যাচ্ছে না, সেগুলিতে সেনা পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।