স্যান ফ্রান্সিসকো: গুগল টেকআউট ব্যবহারকারীদের ব্যক্তিগত ভিডিও ‘ভুলবশত’ পাঠিয়ে দেওয়া হয়েছে অপরিচিত ব্যক্তিদের কাছে। প্রযুক্তিগত সমস্যার কারণেই এটা হয়েছে। এমনই জানিয়েছে গুগল। এই স্বীকারোক্তি ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সারা বিশ্বের কোটি কোটি ব্যক্তি গুগলের ফটো সার্ভিস ব্যবহার করেন। ফলে ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে অনেকেই নানারকম সমস্যায় পড়তে পারেন।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ব্যক্তিদের ভিডিও অন্যদের কাছে চলে গিয়েছে, তাঁদের ই-মেল করে সে কথা জানানো হয়। তবে মোট কতজনের ব্যক্তিগত ভিডিও এভাবে ফাঁস হয়ে গিয়েছে, সেটি জানানো হয়নি। গুগল কর্তৃপক্ষের দাবি, ০.০১ শতাংশেরও কম ব্যক্তির ভিডিও ফাঁস হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।
গুগলের এক মুখপাত্র বলেছেন, ‘গত বছরের ২১ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সমস্যা হয়। সেই কারণে যাঁরা গুগল টেকআউট ব্যবহার করেন তাঁদের অনুরোধ করা হচ্ছে, ওই দিনগুলির মধ্যে গুগলে তাঁরা যে ছবিগুলি রেখেছিলেন, সেগুলি যেন সরিয়ে ফেলেন। অনেকেই অসম্পূর্ণ ছবি বা ভিডিও পেয়ে থাকতে পারেন যেগুলি তাঁদের নয়। আমরা সমস্যা মিটিয়ে নিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। এর জন্য আমরা দুঃখিত।’
গুগল টেকআউট ব্যবহারকারীদের ব্যক্তিগত ভিডিও চলে গিয়েছে অপরিচিত ব্যক্তিদের কাছে! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2020 12:38 AM (IST)
সারা বিশ্বের কোটি কোটি ব্যক্তি গুগলের ফটো সার্ভিস ব্যবহার করেন।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -