কেট ওয়াইজ নামে ওই মহিলা জানিয়েছেন, ‘আমি মোমবাতি জ্বালানোর পর ২ সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। আমার সারা শরীরে আগুন ধরে যায়। আমার মেয়েরা ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয়। আমার বড় মেয়ে সেরিব্রাল প্যালসি আক্রান্ত। ছোট দুই মেয়ের বয়স যথাক্রমে ৭ ও ৬ বছর। ওরা ছুটে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমি জানতাম, বড় মেয়ে বেরোতে পারবে না। তাই নিজে পুড়ে গেলেও, বড় মেয়েকে নিরাপদে উদ্ধার করি।’
টেক্সাসের দমকল বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এক আধিকারিক জানিয়েছেন, ‘নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন ওই মহিলা। এর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর মেয়েরা ছুটে গিয়ে প্রতিবেশীদের খবর দেয়। তাঁরা ৯১১ নম্বরে ফোন করেন। মেয়েরা না থাকলে ওই মহিলাকে বাঁচানো সম্ভব হত না।’