মস্কো: রাশিয়ায় করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, সেটি চাইছে ভারত সহ অন্তত ২০টি দেশ। এই দেশগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রাজিল ও মেক্সিকো। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, আগামী মাস থেকে গণহারে ভ্যাকসিন উৎপাদন শুরু হতে পারে।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুরস্ক, কিউবার মতো দেশগুলিতে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলিকে সাহায্য করছে রাশিয়া। এ বছরের মধ্যে বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা রয়েছে। শুধু রাশিয়াতেই ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করা হবে।
এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, তাঁদের তৈরি ভ্যাকসিন ভালভাবে কাজ করছে এবং যাঁদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। তাঁর যে মেয়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তিনিও ভাল আছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি বৈঠকে পুতিন বলেছেন, ‘আমার মেয়ের শরীরে প্রথম ও দ্বিতীয়বার ভ্যাকসিন প্রয়োগ করার পর ওর তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। তারপর অবশ্য সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ও এখন একদম সুস্থ। ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গিয়েছে।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আশা করি ভ্যাকসিন তৈরির কাজ সাহায্য করবেন আমাদের বিদেশি সহকর্মীরা। বাজারে অনেক পণ্যই পাওয়া যাবে, যেগুলি ব্যবহার করা সম্ভব হবে। বিশ্ববাজারে ওষুধ, ভ্যাকসিনও চলে আসবে।’
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, ‘প্রথমে রাশিয়ার দু’টি জায়গায় ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে। অনেক দেশই এই ভ্যাকসিন তৈরির বিষয়ে আগ্রহী। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বিদেশে ভ্যাকসিন তৈরি ও প্রচারের ক্ষেত্রে বিনিয়োগ করছে।’
Corona Vaccine Sputnik V: করোনা ভ্যাকসিন চাইছে ভারত সহ ২০টি দেশ, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে সাহায্য করা হবে, জানাল রাশিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2020 05:30 PM (IST)
আগামী মাস থেকে গণহারে ভ্যাকসিন উৎপাদন শুরু হতে পারে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -